কিডনি রোগের বিভিন্ন ধরন রয়েছে, যেমন কিডনি বিকল, কিডনির ইনফেকশন, কিডনির পাথর, নেফ্রোটিক সিনড্রোম এবং পারিবারিক কিডনি রোগ। এছাড়াও আরও অনেক ধরনের কিডনি সমস্যা রয়েছে। কিডনি বিকল হতে পারে দুইভাবে: আকস্মিক কিডনি বিকল এবং ধীরগতিতে কিডনি বিকল। বাংলাদেশের প্রেক্ষাপটে, ধীরগতিতে কিডনি বিকলের প্রধান কারণ হল কিডনিজনিত ইনফেকশন, বিশেষ করে গ্লোমেরুলোনেফ্রাইটিস (Glomerulonephritis)। তবে, বিশ্বব্যাপী ধীরগতিতে কিডনি বিকলের প্রধান কারণ হল ডায়াবেটিস।
বাংলাদেশে কিডনি বিকলের দ্বিতীয় প্রধান কারণ হল উচ্চ রক্তচাপ, যা কিডনির জন্য ক্ষতিকর হিসেবে বিবেচিত। এছাড়া, বংশগত কিডনি রোগ (ADPKD), প্রস্রাব সংক্রান্ত সমস্যা (Obstructive Uropathy), কিডনির পাথর, দীর্ঘদিন ধরে ব্যথানাশক ওষুধ সেবনও ধীরগতিতে কিডনি বিকলের কারণ হতে পারে।
তাহলে, ধীরগতিতে কিডনি বিকল প্রতিরোধে ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলা উচিত।