দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০০:৩২

এ বছর ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হয়ে ৩৫০ জনের মৃত্যু হয়েছে, আর আক্রান্তের সংখ্যা ৭১ হাজার ছাড়িয়ে গেছে।

এডিস মশাবাহী ডেঙ্গু জ্বরের প্রকোপ এখনও অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮ জন মারা গেছেন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩৫০ জনের, এবং নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৩৪ জন। এ বছরের মোট আক্রান্তের সংখ্যা ৭১ হাজার ৫৬ জনে পৌঁছেছে।  স্বাস্থ্য অধিদফতর জানায়, মারা যাওয়া ৮ জনের মধ্যে ৩ জন পুরুষ এবং ৫ জন নারী। তাদের মধ্যে ৪ জন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের, ১ জন ঢাকা উত্তর সিটি করপোরেশনের, ২ জন বরিশাল বিভাগের এবং ১ জন চট্টগ্রাম বিভাগের বাসিন্দা।

 

শনিবার সকাল পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৮৮ জন, ঢাকা বিভাগের ২৬১ জন, বরিশালে ১৩১ জন, চট্টগ্রামে ১৬৩ জন, খুলনায় ১১০ জন, ময়মনসিংহে ৪১ জন, রাজশাহী বিভাগে ৩৩ জন, রংপুরে ৫ জন এবং সিলেটে ২ জন।

 

এ পর্যন্ত ৬৬ হাজার ২৭৩ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

 

উল্লেখযোগ্য যে, গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতাল ভর্তি হয়েছিলেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন এবং মৃত্যু হয়েছিল ১ হাজার ৭০৫ জনের।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট