গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে, এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়ালো ৩৪২ জনে। একই সময়ে নতুন করে ৪৬৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার (৮ নভেম্বর) রাতে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, মারা যাওয়া পাঁচজনের মধ্যে তিনজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার এবং বাকি দুইজন চট্টগ্রাম বিভাগের বাসিন্দা। নতুন আক্রান্তদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ২৪২ জন, ঢাকা বিভাগের অন্যান্য এলাকায় ৯২ জন, চট্টগ্রাম বিভাগে ৫০ জন, বরিশালে ৬ জন, খুলনায় ৪৩ জন, ময়মনসিংহে ২০ জন, রাজশাহীতে ৯ জন, রংপুরে একজন এবং সিলেট বিভাগে তিনজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারাদেশে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৬৯ হাজার ৯২২ জন। এদের মধ্যে ৬৩.১০ শতাংশ পুরুষ এবং ৩৬.৯০ শতাংশ নারী। মৃতদের মধ্যে ৫১.২০ শতাংশ নারী এবং ৪৮.৮০ শতাংশ পুরুষ।