দ্যা নিউ ভিশন

এপ্রিল ৫, ২০২৫ ০০:৪৪

প্রতি বছর স্তন ক্যান্সারের কারণে সাড়ে ৭ হাজারেরও বেশি নারী প্রাণ হারাচ্ছেন।

বাংলাদেশে প্রতি বছর ১৫ হাজারেরও বেশি নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হন, এবং এর মধ্যে প্রায় সাড়ে ৭ হাজার নারী মারা যান। যদিও অধিকাংশ নারীর মধ্যে স্তন ক্যান্সারের ঝুঁকি রয়েছে, তবুও এই বিষয়ে আলোচনা করতে অনেকেই সংকোচবোধ করেন। ২০ বছর বয়সের পর থেকে মাসিকের পর নিজে নিজে স্তন পরীক্ষা করা উচিত, এবং ৪০ বছর বয়সের পর থেকে বছরে একবার ম্যামোগ্রাম পরীক্ষা করানো উচিত।

 

স্তন ক্যান্সারের সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে রাজধানীতে আয়োজিত এক সেমিনারে এসব তথ্য প্রদান করেছেন স্তন ক্যান্সার বিশেষজ্ঞ ডা. উম্মে হুমায়রা কানেতা।

 

“আমরা নারী রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট” এবং “প্রাণ আরএফএল গ্রুপ” এর যৌথ উদ্যোগে আয়োজিত সেমিনারের মূল লক্ষ্য ছিল প্রতিষ্ঠানটির নারী কর্মকর্তা ও কর্মচারীদের স্তন ক্যান্সারের বিষয়ে সচেতন করা। সেমিনারে প্রাণ আরএফএল গ্রুপের পরিচালক (কর্পোরেট ফাইনান্স) উজমা চৌধুরী, ডিজিএম অ্যান্ড হেড অফ কর্পোরেট ব্র্যান্ড নুরুল আফসার, ডা. লোপা সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক কৃষি সচিব মো. সায়েদুল ইসলাম, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রহিমা বেগম, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব সাবিহা পারভীন, হুসনা কাদরী, সামিউল ইসলাম হিরণ এবং “আমরা নারী” ও “আমরা নারী রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট” এর প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী এম এম জাহিদুর রহমান বিপ্লব।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী