দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০২:৫৮

ঋতু পরিবর্তনের সাথে সাথে বাড়ছে সর্দি, জ্বর ও কাশি

প্রকৃতিতে আসছে শীত, এবং ঋতু পরিবর্তনের এই সময়টিতে ধুলাবালি ও পরিবেশের পরিবর্তনজনিত কারণে সাধারণ মানুষ সর্দি, কাশি এবং জ্বরে আক্রান্ত হচ্ছে। একই সাথে ব্যাকটেরিয়াল ইনফেকশন, টনসিল ইনফেকশন, মেনিনজাইটিস এবং নিউমোনিয়ার প্রকোপও বাড়ছে। বিশেষ করে শ্বাসতন্ত্রের সমস্যা বা পুরনো রোগ যাদের আছে, তারা এই সময়ে বেশি অসুস্থ হচ্ছেন।

 

বিশেষজ্ঞরা জানিয়েছেন, শীতের এই সময়ে গ্রাম থেকে শহর, সর্বত্রই জ্বর এবং শ্বাসকষ্টজনিত সমস্যা বেড়ে গেছে। কিছু পরিবার একসাথে সর্দি-জ্বরের সমস্যায় ভুগছে। যাদের ঠাণ্ডা লাগার প্রবণতা আছে, তাদের সকালে ও সন্ধ্যায় বাইরে বের হওয়ার সময় গরম কাপড় সঙ্গে রাখা উচিত এবং কুসুম গরম পানি পান করার পরামর্শও দিয়েছেন তারা। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, এই সময়ে জ্বর হলে ডেঙ্গুর পরীক্ষা করা উচিত।

 

রাজধানীর বনশ্রীর বাসিন্দা ৭০ বছর বয়সী নাজনীন নাহর গত এক সপ্তাহ ধরে হালকা জ্বর, গায়েব্যথা এবং সর্দির সমস্যায় ভুগছেন। তার চার বছরের নাতিও সর্দি-কাশিতে আক্রান্ত। তিনি বলেন, “জ্বর তেমন নেই, তবে কাশি আর গলায় খুসখুসে কাশিটা খুব ভোগাচ্ছে। শরীর ব্যথা আর গলার স্বর ভেঙে গেছে।” একই সমস্যায় আক্রান্ত ষাট বছর বয়সী গোলাম রব্বানীও জানান, “কাঁশি খুব বিরক্তিকর, জ্বর নেই তেমন। বেশ কদিন ধরে এই অবস্থা।”

 

স্বাস্থ্য অধিদপ্তর এবং আইইডিসিআর-এর তথ্য অনুযায়ী, শীতকালে ও ঋতু পরিবর্তনের সময় ইনফ্লুয়েঞ্জার প্রকোপ বাড়ে। ২০১৬-২০১৯ পর্যন্ত প্রতি বছর দেশে ইনফ্লুয়েঞ্জা এবং শ্বাসতন্ত্রজনিত গুরুতর অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ১৫-২৬ শতাংশই ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত ছিল।

 

মেডিসিন বিশেষজ্ঞ ডা. এ বি এম আবদুল্লাহ জানান, ঋতু পরিবর্তন স্বাভাবিক ঘটনা, যা যুগ যুগ ধরে চলে আসছে। এই সময়ে সর্দি-কাশি, ফ্লু ও ইনফ্লুয়েঞ্জার সংক্রমণ বেড়ে যায়। এছাড়া, ডেঙ্গু নিয়েও সর্বোচ্চ সতর্কতা বজায় রাখার পরামর্শ দেন তিনি। তিনি আরও বলেন, সিজনাল অসুখ থেকে বাঁচতে প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনো, রাস্তার খাবার ও খোলা খাবার এড়িয়ে চলা এবং শিশুদের ফুটপাতের খাবার থেকে বিরত থাকার পরামর্শ দেন।

 

এছাড়া, নিরাপদ ও পুষ্টিকর খাবার গ্রহণের পাশাপাশি বাইরে কাজ করতে যাওয়া মানুষের জন্য পানি ফুটিয়ে নিয়ে যাওয়া এবং ধুলাবালি থেকে রক্ষা পেতে মাস্ক পরা গুরুত্বপূর্ণ, যোগ করেন তিনি।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট