দ্যা নিউ ভিশন

এপ্রিল ৪, ২০২৫ ১১:০৯

ডেঙ্গুর কারণে আরও ৪ জনের মৃত্যু হয়েছে, আক্রান্তের সংখ্যা ১৩০৬।

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৩০৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। রবিবার (৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, নতুন ভর্তি হওয়া ১৩০৬ জনের মধ্যে বরিশাল বিভাগে ১১৮, চট্টগ্রাম বিভাগে ২১৪, ঢাকা বিভাগের সিটি করপোরেশন ছাড়া ২৫৫, ঢাকা উত্তর সিটিতে ২৭৭, দক্ষিণ সিটিতে ১৪৪, খুলনা বিভাগে ১৫৪, রাজশাহী বিভাগে ৫৭, ময়মনসিংহ বিভাগে ৩১, রংপুর বিভাগে ৪৭ এবং সিলেট বিভাগে ৯ জন রয়েছেন।

 

চলতি বছরে মশাবাহিত এই রোগে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১৪ জন। এ ছাড়া মোট আক্রান্তের সংখ্যা ৬৪ হাজার ৪৭১ জন। গত এক দিনে ১৩১৬ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন, যার ফলে চলতি বছরে মোট ৬০ হাজার ৪৫ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

 

এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট ৬৪ হাজার ৪৭১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৩১৪ জন। গত বছর ডেঙ্গুর কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন এবং মারা গেছেন ১ হাজার ৭০৫ জন।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী