দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৪:৪৪

দেশজুড়ে অপুষ্টি প্রতিরোধে সাজেদা ফাউন্ডেশন ও আইএসডি’র অংশীদারিত্ব

ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (আইএসডি) সুবিধাবঞ্চিত মানুষের ভিটামিন ও খনিজের অভাব দূর করতে সাজেদা ফাউন্ডেশনের সঙ্গে অংশীদারিত্ব করেছে। এই উদ্যোগের আওতায় স্কুল ক্যাম্পাসে তৈরি করা ভার্টিক্যাল গার্ডেনে উৎপাদিত সবজি সুবিধাবঞ্চিতদের মাঝে বিতরণ করা হবে।স্কুলের ‘সার্ভিস সেটারডে’ অনুষ্ঠানে এই উদ্যোগটি গ্রহণ করা হয়। সাজেদা ফাউন্ডেশনের আরবান পোভার্টি এলেভেশন প্রোগ্রামের সিনিয়র কো-অর্ডিনেটর আফওয়াজা রহমান উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে-কলমে দিকনির্দেশনা দেন। এসময় আইএসডি’র শিক্ষার্থী ও কর্মীরা পালংশাক, সরিষা শাক, টমেটো, বেগুন ও মরিচের মতো বিভিন্ন পুষ্টিকর সবজি আবাদ করে।

 

এই উদ্যোগের লক্ষ্য হলো প্রান্তিক এলাকায় অপুষ্টি প্রতিরোধ এবং জলবায়ু পরিবর্তন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি। প্রাথমিকভাবে, সাজেদা ফাউন্ডেশনের সুদিন প্রোগ্রামের সহায়তায় আইএসডি শিক্ষার্থীরা মালিবাগ বস্তির ৩০টি পরিবারকে এই সবজি সরবরাহ করবে। পরবর্তীতে এটি ১০০ পরিবার এবং আগামী বছর দেশের আড়াইশো পরিবারে বিতরণ করার পরিকল্পনা রয়েছে।

 

আইএসডি’র সিএএস কো-অর্ডিনেটরের হেড অব সায়েন্স চার্লস গুম্বা বলেন, “বাংলাদেশের অপুষ্টিজনিত সমস্যা ও অর্থনৈতিক বাস্তবতা সম্পর্কে শিক্ষার্থীদের বোঝাপড়া বৃদ্ধি পেয়েছে। ভার্টিক্যাল গার্ডেনের এই উদ্যোগ তাদের চাষাবাদে দক্ষতা বাড়াবে এবং পুরো আইএসডি কমিউনিটিতে ইতিবাচক প্রভাব ফেলবে।”

 

সাজেদা ফাউন্ডেশনের পার্টনারশিপ অ্যান্ড ফান্ডরেইজিং কো-অর্ডিনেটর ফারহিন আহমেদ টুইংকেল বলেন, “আইসিডিডিআরবি’র হিসাবে, ৩৫ শতাংশ জনগোষ্ঠী খাদ্য অনিরাপত্তার ঝুঁকিতে এবং প্রায় ৬ লাখ শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগছে। দেশের জিডিপি প্রবৃদ্ধির সঙ্গে পুষ্টির সরাসরি সম্পর্ক রয়েছে, যা অর্থনৈতিক স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আইএসডি’র সঙ্গে এই উদ্যোগে যুক্ত হতে পেরে আমরা গর্বিত।”

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট