দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৪:৪২

ডেঙ্গুর কারণে একদিনে ১০ জনের মৃত্যু হয়েছে।

এডিস মশাবাহী ডেঙ্গু জ্বরের প্রভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এই জ্বরে আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুর কারণে মোট ৩১০ জন মারা গেছেন এবং আক্রান্ত হয়েছেন ৬৩,১৬৫ জন। শনিবার (২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ১২৫ জন, চট্টগ্রাম বিভাগে ৭১ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৬৯ জন, ঢাকা উত্তর সিটিতে ২৭২ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১৮০ জন এবং খুলনা বিভাগে ৮১ জন নতুন রোগী রয়েছেন। রাজশাহী বিভাগে ২১ জন, ময়মনসিংহ বিভাগে ৪০ জন, রংপুর বিভাগে ২ জন এবং সিলেট বিভাগে ৫ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

 

গত এক দিনে সারা দেশে ৭৯১ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন, যার ফলে চলতি বছরে মোট ৫৮,৭২৯ জন রোগী হাসপাতাল ছেড়ে গেছেন।

 

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এ বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত সবমিলে ৬৩,১৬৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ডেঙ্গুর কারণে ৩১০ জনের মৃত্যু হয়েছে।

 

উল্লেখ্য, গত বছর ডেঙ্গুর কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৩,২১,১৭৯ জন এবং মারা যান ১,৭০৫ জন।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট