দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৬:৩৭

ডেঙ্গু হলে কেন সচেতন থাকা জরুরি?

**ডেঙ্গু: মশাবাহিত আতঙ্ক**

 

ডেঙ্গু একটি মশাবাহিত রোগ, যা স্ত্রী এডিস মশার কামড়ে হয়। এ বছর বর্ষার পরও ডেঙ্গুর প্রকোপ কমেনি, যা সকলের জন্য উদ্বেগের কারণ।

 

### লক্ষণ

ডেঙ্গুর সাধারণ লক্ষণগুলোর মধ্যে রয়েছে:

– উচ্চ জ্বর (১০১-১০৪ ডিগ্রি)

– শরীরব্যথা, মাথাব্যথা, চোখব্যথা ও চোখ লাল হওয়া

– ক্ষুধামন্দা, বমি বমি ভাব ও বমি

– গলাব্যথা, কাশি এবং র‍্যাশ।

 

তীব্র ডেঙ্গুর ক্ষেত্রে লক্ষণগুলো আরও গুরুতর হয়ে উঠে। যেমন:

– প্রচণ্ড পেটব্যথা, ক্রমাগত বমি ও অনিয়ন্ত্রিত ডায়রিয়া

– রক্তক্ষরণ, দ্রুত শ্বাসপ্রশ্বাস, নিস্তেজ হওয়া, বিরক্তি ও অস্থিরতা।

 

### কেন সচেতন থাকা প্রয়োজন

ডেঙ্গুর অনেক লক্ষণ সাধারণ ভাইরাস জ্বরের মতো হলেও, জ্বর ছাড়ার পরের ২৮-৪৮ ঘণ্টা সংকটময় হতে পারে। এ সময়ে হঠাৎ রক্তচাপ কমে যেতে পারে এবং রক্তনালি থেকে জলীয় অংশ বের হয়ে রক্তচাপ কমিয়ে ফেলে। এসব জটিলতা উপযুক্ত চিকিৎসা না পেলে মারাত্মক হয়ে উঠতে পারে।

 

### কোন পরীক্ষা করবেন

– জ্বরের প্রথম দিনেই CBC এবং NS1 Antigen Test করানো উচিত।

– জ্বরের চার-পাঁচ দিন পরে CBC এবং Anti Dengue Antibody (IgG, IgM) পরীক্ষা প্রয়োজন হতে পারে।

 

### ডেঙ্গু শনাক্ত হলে করণীয়

– বাসায় বিশ্রাম নিন এবং জ্বর কমাতে প্যারাসিটামল ব্যবহার করুন।

– দুই থেকে আড়াই লিটার তরল খাবার পান করুন (স্যালাইন, ডাব, স্যুপ, ফলের জুস, দুধ ইত্যাদি)।

– প্রতিদিন রক্তচাপ ও পালস প্রেশার মাপুন, প্রস্রাবের পরিমাণ লক্ষ রাখুন এবং সম্ভব হলে প্রতিদিন CBC Test করান।

 

### কখন হাসপাতালে ভর্তি হতে হবে

– তীব্র পেটব্যথা বা ঘন ঘন বমি হলে

– পেটে বা বুকে পানি জমলে, ব্লিডিং হলে

– সিবিসিতে হেমাটোক্রিট বেড়ে গেলে বা প্লাটিলেট ৫০ হাজারের নিচে নেমে গেলে।

 

### কখন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (ICU) প্রয়োজন

– ডেঙ্গু শক সিনড্রোম

– শ্বাসকষ্ট, লিভার, ব্রেইন, হার্ট বা কিডনির জটিলতা

– মারাত্মক ব্লিডিং।

 

### করণীয় নয়

– অযথা আতঙ্কিত হবেন না এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলুন।

– ব্যথানাশক ও স্টেরয়েডজাতীয় ওষুধ পরিহার করুন।

– অতিরিক্ত তরল পান করবেন না।

– প্লাটিলেট কম নিয়ে ভীত হবেন না। প্লাটিলেট ১০ হাজার হলেও যদি হেমাটোক্রিট ঠিক থাকে এবং রক্তক্ষরণ না হয়, তবে ধৈর্য ধরুন—প্লাটিলেট সংখ্যা সাধারণত দুই এক দিনের মধ্যে বাড়ে।

 

বিশেষ সতর্কতা প্রয়োজন অন্তঃসত্ত্বা নারী, শিশু-কিশোর এবং ডায়াবেটিস বা অন্যান্য ক্রনিক রোগে আক্রান্ত রোগীদের জন্য।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট