সোরিয়াসিস রোগকে অবহেলা করার সুযোগ নেই, তবুও রোগীরা সাধারণত তীব্র ব্যথা বা জটিলতা না হলে চিকিৎসকের কাছে যান না। এ কারণে রোগটি পরে সারা শরীরে ছড়িয়ে পড়তে পারে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের চর্ম ও যৌন রোগ বিভাগের উদ্যোগে শাহ আলম বীর উত্তম মিলনায়তনে বিশ্ব সোরিয়াসিস রোগ দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে বক্তারা এসব কথা বলেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তাসলিম উদ্দিন।
অনুষ্ঠানে প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চমেক হাসপাতালের চর্ম ও যৌন রোগ বিভাগের প্রধান অধ্যাপক ডা. রফিকুল মওলা এবং মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. এম সাত্তার। বিভাগের কার্যক্রম উপস্থাপন করেন সহকারী অধ্যাপক ডা. জুনায়েদ মাহমুদ খান এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন চর্ম ও যৌন রোগ বিভাগের ডা. রাজিব রহমান চৌধুরী।