দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৪, ২০২৪ ২২:৩১

ক্যানসার জয়ীরা তাঁদের সুস্থ হয়ে ওঠার অভিজ্ঞতা শেয়ার করলেন।

কিছু রোগী স্তন ক্যানসারে ভুগছেন, আবার কেউ দীর্ঘ চিকিৎসার পর সুস্থ হয়ে উঠেছেন। জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে এই স্তন ক্যানসারের রোগীদের নিয়ে গতকাল সোমবার একটি দিনব্যাপী অনুষ্ঠান আয়োজন করা হয়। ‘স্তন ক্যানসার বিজয়ীদের মিলনমেলা’ নামের এই অনুষ্ঠানে ক্যানসার জয়ীরা তাঁদের ‘যুদ্ধ’ জয়ের অভিজ্ঞতা, ত্যাগ এবং বেদনা শেয়ার করেন।

 

অক্টোবর মাসে স্তন ক্যানসার সচেতনতার মাস হিসেবে পালিত হয়। এই উপলক্ষে ক্যানসারজয়ীদের মিলনমেলার আয়োজন করা হয়। ক্যানসার থেকে সুস্থ হওয়া রোগীরা ছাড়াও সকালে চিকিৎসাধীন অন্যান্য রোগীদের ফলোআপ করা হয়। এ সময় তাদের ‘কোয়ালিটি অব লাইফ’ বা চিকিৎসা পরবর্তী জীবনযাপন মান সম্পর্কিত তথ্য সংগ্রহ করা হয়।

 

জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানা যায়, অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠানটির সার্জিক্যাল অনকোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাসান শাহরিয়ার কল্লোল বক্তৃতা দেন। তিনি হাসপাতালের ‘স্বতন্ত্র ব্রেস্ট ইউনিট’ হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পরবর্তী পথ পরিক্রমার বিবরণ তুলে ধরেন। তিনি জানান, রোগীদের নিয়ে পরিচালিত গবেষণা জাতীয় ও আন্তর্জাতিক সেমিনারে নিবন্ধ আকারে উপস্থাপন করা হয়েছে এবং আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে।

 

২০২০ সাল থেকে এখানে স্তন ক্যানসারের সর্বাধুনিক সার্জিক্যাল চিকিৎসা ‘অনকোপ্লাস্টিক ব্রেস্ট সার্জারি’ পরিচালিত হচ্ছে, যেখানে পুরো স্তন না ফেলে কেবল টিউমার অপসারণ করে ক্যানসারের চিকিৎসা করা হয়।

 

জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের সার্জিক্যাল অনকোলজি বিভাগের ব্রেস্ট ইউনিটের প্রধান মিনহাজ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক নিজামুল হক। তিনি জানান, শিগগিরই হাসপাতালে দুটি নতুন রেডিয়েশন মেশিন চালু হবে, যার মাধ্যমে দীর্ঘদিন ধরে রেডিয়েশনের সুযোগ না পাওয়া রোগীরা চিকিৎসা পাবেন।

 

গতকালের অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ক্যানসার গবেষণা ইনস্টিটিউটের মেডিকেল অনকোলজি বিভাগের বিভাগীয় প্রধান ও অধ্যাপক নাজরিনা খাতুন, সার্জিক্যাল অনকোলজি বিভাগের বিভাগীয় প্রধান ও অধ্যাপক লায়লা শিরীন, রেডিয়েশন অনকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক আয়েশা সিদ্দিকা, এবং হিস্টোপ্যাথলজি বিভাগের প্রধান ফরিদা আরজুমান প্রমুখ।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ