দ্যা নিউ ভিশন

এপ্রিল ৫, ২০২৫ ০২:২৬

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু হয়েছে।

অনেক পেশায় মানুষকে দীর্ঘ সময় দাঁড়িয়ে কাজ করতে হয়, যা পায়ে ব্যথা ছাড়াও পায়ের স্নায়ু ও কোমরের পেশিতে চাপ ফেলে। দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা বা ভারী কাজের কারণে জটিল রোগের ঝুঁকি বাড়তে পারে। গবেষণায় দেখা গেছে, ১০ ঘণ্টার বেশি বসে থাকলে হার্টের ক্ষতি হতে পারে, ঠিক তেমনি দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার ফলে একই সমস্যা দেখা দিতে পারে।

 

এদিকে, দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১,৩১২ জন। এ সময় ৬ জনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, হাসপাতালে ভর্তি হওয়া নতুন রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশনে ৫০৩ জন, ঢাকা বিভাগে ২৪৬, চট্টগ্রামে ১৮৯, বরিশালে ১১৮, খুলনায় ১৬৯, ময়মনসিংহে ২৮, রাজশাহীতে ৪০, রংপুরে ১৭ এবং সিলেটে ২ জন রয়েছে।

 

চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৫৯,৪২০ জন এবং এই মশাবাহিত রোগে মৃত্যু হয়েছে ২৮৬ জন। গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ রোগী, এবং ওই সময় মারা যান ১,৭০৫ জন।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী