দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৮:০৪

“শিশুর জন্মগত ত্রুটি এড়াতে নারীর খাদ্যতালিকায় ফলিক অ্যাসিডের প্রয়োজন”

যেসব নারী সন্তান নিতে চান বা গর্ভধারণ করেছেন, তাদের জন্য ফলিক অ্যাসিড গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের খাদ্যতালিকায় নিয়মিত চাল, গম, ভোজ্যতেল ও লবণে ফলিক অ্যাসিড যোগ করা হলে গর্ভের সন্তানের জন্মগত ত্রুটির ঝুঁকি অনেকাংশে হ্রাস পেতে পারে।

 

আজ সোমবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত ‘বিশ্ব স্পাইনা বিফিডা ও হাইড্রোসেফালাস দিবস ২০২৪’ উপলক্ষে “ব্রিজিং দ্য গ্যাপস” শীর্ষক আলোচনায় বিশেষজ্ঞরা এ বিষয়ে মতামত দেন। গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (গেইন) আয়োজিত এ আলোচনা সভায় বলা হয়, গর্ভবতী নারীর শরীরে ফলিক অ্যাসিডের অভাবে জন্মগত ত্রুটিসম্পন্ন শিশু জন্মায়। এজন্য গর্ভধারণের শুরুর দিনগুলোতেই চিকিৎসকেরা ফলিক অ্যাসিড গ্রহণের পরামর্শ দেন, যাতে শিশুর মস্তিষ্ক, মাথার হাড় ও মেরুদণ্ড সঠিকভাবে গঠিত হতে পারে। ফলিক অ্যাসিডের অভাব পূরণ না হলে শিশু নিউরাল টিউব ডিফেক্ট (স্পাইনা বিফিডা ও হাইড্রোসেফালাস) নামে স্নায়বিক রোগে আক্রান্ত হতে পারে।

 

স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. শিব্বির আহমেদ ওসমানী বলেন, “অনুন্নত এবং স্বল্পোন্নত দেশগুলোতে ফলিক অ্যাসিডের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা কম থাকায় অনাগত সন্তানেরা ঝুঁকিতে থাকে। বাংলাদেশে জন্মগত ত্রুটিযুক্ত শিশুর হার ক্রমেই বাড়ছে, যা নিয়ন্ত্রণে বিভিন্ন খাদ্যদ্রব্যে ফলিক অ্যাসিড যোগ করা উচিত।”

 

সভায় আরও বক্তব্য দেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সের সহযোগী অধ্যাপক সুদীপ্ত কুমার মুখার্জি। তিনি বলেন, “নিউরাল টিউব ত্রুটি আক্রান্ত শিশুদের জীবনে নানাবিধ শারীরিক সমস্যা দেখা দেয়, যা তাদের পরিবারকেও ভোগায়। উন্নত দেশগুলো খাদ্যদ্রব্যে ফলিক অ্যাসিড মিশিয়ে এ সমস্যার সমাধান করেছে। আমাদেরও সেই পথে এগোতে হবে।”

 

স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. আনোয়ার হোসেন আকন্দ বলেন, “খাদ্যের সঙ্গে প্রয়োজনীয় পুষ্টিগুণ মেশানো একটি নৈতিক দায়িত্ব, যা ভবিষ্যৎ প্রজন্মের সুস্বাস্থ্য নিশ্চিত করতে সহায়তা করবে।”

 

সভায় উপস্থিত বিশেষজ্ঞরা প্রজননক্ষম নারীদের ফলিক অ্যাসিড গ্রহণে সচেতন করার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দেন।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট