দ্যা নিউ ভিশন

এপ্রিল ৩, ২০২৫ ১০:১৭

মানসিক রোগের শারীরিক লক্ষণ

বুকব্যথা ও বুক ধড়ফড় নিয়ে অনেক রোগী হাসপাতালে আসেন, তাদের মধ্যে আতঙ্ক থাকে যে এটি হয়তো হার্টের সমস্যা বা মৃত্যুর সংকেত। তবে, বুকব্যথা এবং প্যালপিটেশন মানেই হার্টের অসুখ নয়। এ ধরনের রোগীরা একের পর এক ইসিজি, ইকোকার্ডিওগ্রাম, সিকেএমবি, ট্রপোনিন, সিবিসি পরীক্ষা করাতে থাকেন, কিন্তু ফলাফল স্বাভাবিক হলেও বুকের ব্যথা কমেনা। এতে করে তারা ডাক্তার পরিবর্তন করতে থাকেন এবং টেনশন বেড়ে যায়।

 

যদি হার্টের সমস্যা না হয়, তবে অন্য লক্ষণগুলি দেখা দিতে পারে, যেমন:

১. হঠাৎ বুক ধড়ফড় করা, শ্বাসকষ্ট, মাথা ঝিমঝিম করা।

২. দম বন্ধ হওয়া, বড় বড় করে হাঁপানির মতো শ্বাস-প্রশ্বাস নেওয়া।

৩. হাত-পা অবশ হয়ে আসা এবং শরীরের কাঁপুনি।

৪. বুকের মধ্যে চাপ লাগা ও ব্যথা অনুভব করা।

৫. পেটের মধ্যে মোচড় দিয়ে বুক ধড়ফড় শুরু হওয়া এবং হাত-পা অবশ হয়ে যাওয়া।

৬. বমি বমি ভাব, পেটের অস্বস্তি এবং গলা শুকিয়ে আসা।

৭. পেটের মধ্যে গ্যাস ওঠা, যা বুকের চাপ সৃষ্টি করে।

৮. দুশ্চিন্তা থেকে মাথাব্যথা হতে পারে।

 

অনেক রোগী বুকব্যথা ও হাত-পায়ের ঝিমঝিম ভাবকে হার্ট অ্যাটাকের লক্ষণ মনে করে জরুরি বিভাগে ছুটে যান, তবে বেশিরভাগ ক্ষেত্রেই কিছু গুরুতর সমস্যা থাকে না। এ কারণে, এসব লক্ষণ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

 

লেখক: অধ্যাপক, আনোয়ার খান মডার্ন হাসপাতাল, ঢাকা।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী