এডিস মশাবাহী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৯৬১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, ফলে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫,৬৬৩ জনে। গত ২৪ ঘণ্টায় নতুন করে দুইজনের মৃত্যু হয়েছে, যা মৃতের সংখ্যা ২৭১ জনে পৌঁছেছে। শনিবার (২৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং খুলনা বিভাগের একজন করে মৃতের মধ্যে রয়েছে। আক্রান্তদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৩৮১ জন, ঢাকা বিভাগে ১৬৯ জন, চট্টগ্রাম বিভাগে ১৪১ জন, বরিশাল বিভাগে ৯৪ জন, খুলনা বিভাগে ১০৫ জন, ময়মনসিংহ বিভাগে ৪৪ জন, রাজশাহী বিভাগে ২১ জন, রংপুর বিভাগে একজন এবং সিলেট বিভাগে ৫ জন হাসপাতালে ভর্তি আছেন।
১ জানুয়ারি থেকে ২৬ অক্টোবর পর্যন্ত সারাদেশে মোট ৫৫,৬৬৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, যার মধ্যে ৬৩.২০% পুরুষ এবং ৩৬.৭০% নারী। মৃত্যুবরণকারী ২৭১ জনের মধ্যে ৫৩.৫০% নারী এবং ৪৬.৫০% পুরুষ।
প্রতি বছর বর্ষাকালে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। ২০২৩ সালের জুন মাস থেকে ডেঙ্গুর পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। ২০২২ সালে দেশে ৬২,৩৮২ জন হাসপাতালে ভর্তি হন এবং ২৮১ জন মারা যান।