শীত আসার ইঙ্গিত দিচ্ছে শেষ রাতের হিমেল পরশ ও সকালের কুয়াশা। এই শীতল বাতাসে ত্বক হয়ে যাচ্ছে রুক্ষ ও খসখসে। মুখ, হাত এবং পায়ের উজ্জ্বলতা হারিয়ে যাচ্ছে। তাই ত্বকের যত্ন নিতে হবে সঠিকভাবে। শীতকালীন বাতাসে ময়েশ্চারের অভাবে ত্বক রুক্ষ হয়ে পড়ে, বিশেষ করে ঠোঁট ও হাত-পায়ে।
তবে, প্রয়োজন নেই বড় কোনো আয়োজনের। বাড়িতে কিছু সাধারণ উপকরণ থাকলেই কাজ হবে। প্রতিদিন গোসলের সময় অয়েল ম্যাসাজ, হাত-পায়ে লোশন ও ঠোঁটে ভালো মানের জেল ব্যবহার করুন। সপ্তাহে একদিন স্ক্রাব ও মাস্ক ব্যবহার করলেই রুক্ষতা দূর হবে।
### ঠোঁটের যত্ন
শীতে ঠোঁট ফাটা একটি সাধারণ সমস্যা। শুষ্ক আবহাওয়ায় ঠোঁটের চামড়া খসে যায়। ঠোঁটের যত্নে নিয়মিত এসপিএফ যুক্ত লিপ বাম ব্যবহার করুন এবং সপ্তাহে একবার গোলাপের পাপড়ি ও মধু মিশিয়ে ঘষুন। এতে ঠোঁট উজ্জ্বল হবে।
### হাত-পায়ের যত্ন
হাত ও পায়ের ত্বক শীতে রুক্ষ হয়ে পড়ে। গোসলের আগে তেল ম্যাসাজ করলে ত্বক নরম থাকবে। নারকেল, আমন্ড বা অলিভ অয়েল ব্যবহার করতে পারেন। গোসলের সময় মাইল্ড সাবান ব্যবহার করুন এবং বিশেষ অংশগুলোকে ভালোভাবে পরিষ্কার করুন। গোসল শেষে ময়েশ্চারাইজার লাগাতে ভুলবেন না।
প্রতি ২-৩ দিনে স্ক্রাবার ব্যবহার করুন। সমপরিমাণ ব্রাউন সুগার ও অলিভ অয়েল মিশিয়ে তৈরি স্ক্রাব ১৫ মিনিট পরে ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত একদিন মাস্ক ব্যবহার করাও উপকারী। ৩-৪টি ডিম ও রোজ ওয়াটার মিশিয়ে হাত-পা ডুবিয়ে রাখুন।
এই যত্নে শীতে ত্বক থাকবে উজ্জ্বল ও সুস্থ।