দ্যা নিউ ভিশন

এপ্রিল ৮, ২০২৫ ১৯:৫৪

পুনম প্রিয়ামের উপস্থাপনায় এবার ‘আড্ডায় তারা’।

সংগীতশিল্পী ও চিকিৎসক ঝুমু খান, দিঠি আনোয়ার, হোমায়রা বশির, সাজিয়া সুলতানা পুতুল, ফ্যাশন ডিজাইনার লিপি খন্দকার, এবং লিজান হারবালের চেয়ারম্যান তানিয়া হক শর্মীকে নিয়ে পুনম প্রিয়াম আয়োজন করেছেন এক বিশেষ আড্ডা। সম্প্রতি, ‘রূপান্তর’ অনুষ্ঠানের এ পর্বটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে, যেখানে একসঙ্গে অংশগ্রহণ করেছেন এই ছয় অতিথি।

 

গত সোমবার অনুষ্ঠিত এই আড্ডায় বর্তমান, অতীত, এবং ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানের উপস্থাপক পুনম প্রিয়াম বলেন, “এবারের বিশেষ পর্বে অতিথিরা প্রত্যেকে নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত ও জনপ্রিয়। তারা তাদের কাজের মাধ্যমে সমাজে আলো ছড়িয়ে যাচ্ছেন এবং তাদের সঙ্গে আলোচনা করতে পেরে আমি খুবই আনন্দিত।”

 

তিনি আরও জানান, “অনুষ্ঠানটি অনেক দিন ধরে দর্শকদের প্রিয়। এ পর্বটিতেও নানা চমক থাকবে, যা দর্শকদের জন্য উপভোগ্য হবে।” আজ বিকাল ৫টা ৩০ মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে এই পর্বটি।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী