দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ১৫:১৭

নাভেদের সুরে আরফিন রুমি

টিসিবি নিত্যপণ্য বিক্রি করছে

জনপ্রিয় সংগীতশিল্পী আরফিন রুমি সাধারণত নিজের সুরে গান গাওয়ার জন্য পরিচিত। তবে এবার তিনি অন্যের সুরে নাটকের জন্য একটি গান গাইলেন, যার শিরোনাম ‘প্রাণসখিয়া’। নাভেদ পারভেজের সুর ও সংগীতে গানটিতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন পল্লবী রায়। এই গানটি ‘সন্ধিক্ষণ’ নামের একটি নাটকের জন্য তৈরি হয়েছে, যা রচনা ও পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। নাটকে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান ও মালাইকা চৌধুরী।

 

অন্যের সুরে নাটকের গান গাওয়ার ব্যাপারে আরফিন রুমি বলেন, “মুহাম্মদ মোস্তফা কামাল রাজের নাটক বলেই এই কাজ করতে রাজি হয়েছি। তিনি আমাকে গলা অনুযায়ী এই গানে কণ্ঠশিল্পী হিসেবে নির্বাচন করেছেন। ‘প্রাণসখিয়া’ অনেক সুন্দর একটি গান, এর লেখা ও সুরও দারুণ।” নতুন প্রজন্মের সুরকার নাভেদ পারভেজ ও গায়িকা পল্লবী রায়ের সঙ্গে তার সম্মিলন শ্রোতাদের ভালো লাগবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

 

গানের কথা লিখেছেন ওয়াসিক সৈকত। সুরকার নাভেদ বলেন, “সুর করার পর থেকেই মনে হয়েছিল, এই গানে আরফিন রুমির কণ্ঠ মানাবে। যদিও তিনি সাধারণত অন্যের সুরে গান করেন না, কিন্তু রাজ ভাইয়ের সুবাদে এটা সম্ভব হয়েছে। আশা করছি গানটি সবার ভালো লাগবে।”

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট