**তারকারা প্রচারণার জন্য নানা কৌশল অবলম্বন করেন। কিন্তু সাম্প্রতিক সময়ে অভিনেত্রী সাদিয়া আয়মান একটি কাজের প্রচারণায় মধ্যরাতে আতঙ্ক ছড়িয়ে দিয়েছেন। সোমবার মধ্যরাতে ফেসবুক লাইভে এসে সাদিয়া জানান, কিছুদিন ধরে একটি ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছেন। তিনি বলেন, “কিছুদিন আগে আমি একটি শুট শেষ করে বাসায় ফিরছিলাম। হঠাৎ রাস্তায় দেখি, একজন কালো পোশাক পরা ব্যক্তি পা থেকে মাথা পর্যন্ত আমার গাড়ির সামনে চলে আসে। গাড়ি থামিয়ে নেমে দেখলাম সেখানে কেউ নেই। এরপর বাসায় ফিরে আবারো সেই ব্যক্তিকে দেখতে পাই।”
এসময় সাদিয়া থমকে গিয়ে বলেন, “আমি কথা বলার সময় কাঁপছি।” কিছুক্ষণ পর তিনি মোবাইল হাতে নিয়ে বারান্দায় গিয়ে লাইভে কালো পোশাকে দাঁড়িয়ে থাকা সেই ব্যক্তিকে দেখান। এ সময় কান্নায় ভেঙে পড়েন তিনি। একপর্যায়ে বারান্দার দরজা বন্ধ করে রুমে চলে যান, কিন্তু লাইভ চলছিল। লাইভের মাঝেই হঠাৎ আঁতকে উঠে তিনি বলেন, “ও মাই গড” এবং লাইভটি বন্ধ করে দেন।
তার এ লাইভ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ফেসবুকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সবাই ধারণা করতে থাকে যে, সাদিয়ার সঙ্গে খারাপ কিছু ঘটেছে। তবে কিছুক্ষণ পর তিনি লাইভটি সরিয়ে নেন এবং ঘণ্টাখানেক পরে একটি ওয়েব ফিল্মের পোস্টার শেয়ার করেন। ভক্তরা তখন বুঝতে পারেন, পুরো ঘটনাই ছিল সেই ওয়েব ফিল্মের প্রচারণার অংশ। ‘বিভাবরী’ শিরোনামের ফিল্মটি শিগগিরই ‘দীপ্ত প্লে’তে মুক্তি পাবে।
কিন্তু পরদিন সকাল থেকেই সাদিয়ার এমন সস্তা প্রচারণার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে থাকেন তার অনুসারী ও সহকর্মীরা। তারা বলেন, সকলকে আতঙ্কের মধ্যে ফেলে এমন প্রচারণা অপরাধের শামিল। তার সবশেষ পোস্টে নেতিবাচক মন্তব্যের ছড়াছড়ি দেখা গেছে।**