দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ১৬:৫৮

“কারও জীবনকে বিপর্যস্ত করবেন না।”

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী সবসময় চারপাশে ঘটে যাওয়া অমানবিক ঘটনাগুলো নিয়ে চিন্তিত। সম্প্রতি একটি গৃহকর্মী নির্যাতনের শিকার হয়েছেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। গৃহকর্মী ও নির্যাতনকারীর ছবিগুলো ফেসবুকে বেশ কয়েকদিন ধরেই ভাইরাল হয়েছে। মেহজাবীন এই ঘটনার প্রেক্ষিতে লিখেছেন, “এই ছবিটি এতবার দেখে আমি গভীরভাবে প্রভাবিত হয়েছি।”

 

তিনি একটি ছবি পোস্ট করেছেন, যাতে লেখা রয়েছে, “বাস্তব জীবনে একজন ভালো মানুষ হন, সামাজিক যোগাযোগমাধ্যমে নয়।” এটি ওই গৃহকর্মীর নির্যাতনকারীর পোস্ট। নির্যাতনের ঘটনা এখনও তদন্তাধীন।

 

মেহজাবীন আরও সচেতন করে বলেছেন, “দয়া করে সোশ্যাল মিডিয়ায় যা দেখছেন, সবকিছু বিশ্বাস করবেন না। অনেকেই কেবল ভান করছেন। কেউ ভালো সাজে, কেউ ভুক্তভোগী হিসেবে নিজেকে উপস্থাপন করছে, কেউ ক্ষমতাশালী হওয়ার দাবি করছে, আবার কেউ নিরপরাধের অভিনয় করছে। বাস্তবে সবাই কোনো না কোনোভাবে অভিনয় করছে, এবং অনেকে তো বুঝতেই পারছে না তারা কী করছে।”

 

তিনি যারা গৃহকর্মীর সাহায্য নেন, তাদের সহমর্মী হওয়ার আহ্বান জানিয়েছেন। মেহজাবীন বলেন, “তাদের সাহায্য করুন, বোঝান; আর যদি তারা আপনার প্রত্যাশা পূরণ করতে না পারে, তাহলে তাদের ছেড়ে দিন। কিন্তু তাদের ক্ষতি করবেন না। কারও জীবন নষ্ট করবেন না। শারীরিক বা মানসিকভাবে ভেঙে ফেলবেন না। এটি শুধুমাত্র ভুল নয়, এটি অপরাধ। অপরাধী হবেন না।”

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট