দ্যা নিউ ভিশন

এপ্রিল ২, ২০২৫ ০৮:০৩

হেমা কমিটির প্রতিবেদন প্রকাশ্যে আনার দাবি জানালেন সামান্থা।

ছবি:সংগৃহীত

ভারতের মালয়ালম সিনেমা ইন্ডাস্ট্রিতে যৌন হয়রানির অভিযোগ নিয়ে বেশ কয়েক দিন ধরে তোলপাড় চলছে। কেরালায় একের পর এক যৌন হয়রানির অভিযোগ আসছে, যা নিয়ে অন্য ইন্ডাস্ট্রির তারকারাও এখন মুখ খুলছেন। এবার তেলেগু অভিনেত্রী সামান্থা রুথ প্রভু এ বিষয়ে মন্তব্য করেছেন।

 

২০১৭ সালের ফেব্রুয়ারিতে এক মালয়ালম অভিনেত্রী প্রযোজক ও অভিনেতা দিলীপের বিরুদ্ধে গাড়ির মধ্যে যৌন হেনস্তার অভিযোগ আনেন। সে বছরের জুলাইয়ে দিলীপকে গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়, তবে কিছুদিন পরই তিনি জামিনে মুক্তি পান। বিচার প্রক্রিয়া পুনরায় শুরু হলেও, বিচারকার্য প্রভাবিত করার অভিযোগ ওঠে দিলীপের বিরুদ্ধে। তবে কেরালা হাইকোর্ট এটি আমলে নেয়নি। তা সত্ত্বেও অভিযোগকারী অভিনেত্রী লড়াই চালিয়ে যান।

 

তখন মালয়ালম ইন্ডাস্ট্রির বেশ কয়েকজন সহকর্মী তার পাশে দাঁড়ান। পরিস্থিতির চাপে পড়ে কেরালা সরকার হেমা কমিটি গঠন করে। সামান্থা নিজের ইনস্টাগ্রামে দেওয়া এক দীর্ঘ পোস্টে হেমা কমিটির প্রশংসা করেছেন। তিনি তেলেঙ্গানা রাজ্য সরকারকেও আহ্বান জানিয়েছেন তেলেগু সিনেমা ইন্ডাস্ট্রি নিয়ে যৌন হয়রানি সম্পর্কিত প্রতিবেদন প্রকাশ করতে।

 

সামান্থা লিখেছেন, “আমরা যারা তেলেগু সিনেমা ইন্ডাস্ট্রিতে কাজ করি, সবাই হেমা কমিটির প্রতিবেদনকে স্বাগত জানিয়েছি। কেরালার অনেক অভিনেত্রীর অভিযোগ এই প্রতিবেদনে উঠে এসেছে। আমি তেলেঙ্গানা সরকারকেও অনুরোধ করব যৌন হয়রানি নিয়ে গঠিত কমিটির প্রতিবেদন প্রকাশ্যে আনতে। এটি তেলেগু সিনেমায় কাজ করা নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে সাহায্য করবে।”

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী