দ্যা নিউ ভিশন

এপ্রিল ৯, ২০২৫ ০৬:৪৪

অহনার বিদায়ের ইঙ্গিত

অহনা রহমান ভিন্নধারার অভিনয়ের মাধ্যমে বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন। সম্প্রতি তার অভিনীত নাটক ‘প্রবাসীর স্ত্রী’ পাঁচ মিলিয়ন ভিউ অতিক্রম করেছে। এই সাফল্য উদ্‌যাপন করতে শনিবার রাতে মগবাজারের একটি রেস্তরাঁয় গেট টুগেদারের আয়োজন করা হয়। সেখানেই অভিনয় থেকে বিদায় নেওয়ার ইঙ্গিত দেন অহনা।

 

তিনি বলেন, “আমি আর বেশিদিন অভিনয় করবো না। অনেক বছর তো দেখলেন, আরও ভালো নতুন অভিনেতা-অভিনেত্রীরা আসছে, তাদেরকেও দেখা উচিত। এখন যে ধরনের চরিত্র আমার জন্য উপযুক্ত নয়, সে ধরনের কাজ করতেও চাই না। অনেকদিন কাজ করলাম, এবার অন্যদিকে মনোযোগ দিতে চাই।” তবে, তিনি কবে অভিনয়কে বিদায় জানাবেন সে বিষয়ে স্পষ্ট কিছু বলেননি, শুধু জানান যে শিগগিরই এ বিষয়ে জানাবেন।

 

‘প্রবাসীর স্ত্রী’ নাটকটি একটি সত্য গল্পের ভিত্তিতে নির্মিত, যা আমাদের প্রত্যেকের পরিচিত। নাটকটি ৫ মিলিয়ন ভিউ পেয়েছে, কিন্তু রি-আপলোডের আগের ও পরের হিসাব ধরলে প্রকৃত অর্থে কোটিরও বেশি দর্শক এটি দেখেছেন। বন্যার সময় নাটকটি আপলোড করা হলেও, আমরা কেউ শেয়ার দিইনি; তবুও মানুষ এটি দেখেছেন, এবং তাদের এই ভালোবাসায় আমি খুব খুশি।”

 

নাটকে অহনাকে প্রবাসী চরিত্র রুশো শেখের স্ত্রী হিসেবে দেখা যায়, এবং এটি পরিচালনা করেছেন জিয়াউদ্দিন আলম।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী