চিত্রনায়িকা ববি যেন বিতর্কের পিছু ছাড়াতে পারছেন না। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ময়ূরাক্ষী’ নিয়ে নানা বিতর্ক হয়েছিল। রাশিদ পলাশ পরিচালিত এই ছবিতে ববির বিপরীতে অভিনয় করেন সুদীপ বিশ্বাস দীপ, তবে সিনেমাটি দর্শকদের সাড়া পায়নি। মুক্তির আগে ও পরে ববি ও নির্মাতা পলাশের মধ্যে নানা বিরোধ সৃষ্টি হয়, এমনকি ববির বিরুদ্ধে নির্মাতার গায়ে হাত তোলার অভিযোগও ওঠে।
এরপর গুলশানে ববির রেস্টুরেন্ট ‘ববস্টার ডাইনিং’ নিয়ে দখল, লুটপাট, প্রতারণা, ব্যবসায়িক অংশীদারকে হত্যাচেষ্টা এবং মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ আনেন ববি। তবে বিরোধীপক্ষ এসব অভিযোগ অস্বীকার করে বরং ববির দিকেই অভিযোগের আঙুল তোলে।
সম্প্রতি ববির বিরুদ্ধে নতুন অভিযোগ এনেছেন নির্মাতা জয় সরকার। তার দাবি, ববি ৪ লাখ টাকা অগ্রিম নিয়ে ‘আমার হৃদয়ের কথা’ সিনেমায় অভিনয় না করায় প্রযোজকের প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। জয় সরকার জানান, নতুন প্রযোজনা প্রতিষ্ঠান ফাতেমা কথাচিত্রের প্রথম সিনেমা ছিল ‘আমার হৃদয়ের কথা’, যেখানে ববিকে নায়িকা হিসেবে সাইনিং করা হয়। তবে ১১ জানুয়ারির মহরতে ববি অজানা কারণে উপস্থিত হননি, যার ফলে পুরো প্রকল্পে প্রযোজক ও টেকনিশিয়ানদের ক্ষতির সম্মুখীন হতে হয়।
জয় সরকার বিষয়টি মৌখিকভাবে পরিচালক সমিতি ও শিল্পী সমিতির প্রাক্তন সাধারণ সম্পাদক জায়েদ খানকে জানিয়েছেন। তবে এত অভিযোগ সত্ত্বেও ববি এ বিষয়ে কোনো মন্তব্য করেননি এবং তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তিনি সাড়া দেননি।