দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৪, ২০২৪ ২১:৩৫

তামান্নাকে ৮ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

অর্থনৈতিক কেলেঙ্কারির মামলায় ইডির প্রশ্নের মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী তামান্না ভাটিয়া। বৃহস্পতিবার তিনি মুম্বইয়ের গুয়াহাটিতে ইডি দপ্তরে হাজির হন। এইচপিজেড টোকেন মোবাইল অ্যাপের বিরুদ্ধে ওঠা আর্থিক দুর্নীতি মামলায় তার নাম জড়িয়ে কড়া প্রশ্নের সম্মুখীন হতে হয় তাকে। টানা ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করার পর ইডি গুরুত্বপূর্ণ তথ্যও সংগ্রহ করেছে।

 

জানা গেছে, তামান্না এই মোবাইল অ্যাপের প্রচার এবং এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যার কারণে তাকে তলব করা হয়েছে। এর আগে, একটি মোবাইল স্ট্রিমিং অ্যাপের সঙ্গে নাম জড়ানোর অভিযোগে মহারাষ্ট্রের সাইবার সেলও তাকে তলব করেছিল। ‘ফায়ার প্লে’ নামে এক অবৈধ স্ট্রিমিং অ্যাপ সম্প্রতি মোবাইল ব্যবহারকারীদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে। মাসিক সাবস্ক্রিপশন ছাড়াই ৫০০ টাকার বিনিময়ে এই অ্যাপের মাধ্যমে নানা জনপ্রিয় সিরিজ এবং সিনেমা দেখা যায়। এমনকি এই অ্যাপের মাধ্যমে আইপিএলও অবৈধভাবে প্রচারিত হচ্ছিল।

 

এই অভিযোগ ভায়াকম ১৮-এর তরফ থেকে করা হয়। সংস্থাটির দাবি, ফায়ার প্লে অ্যাপ অবৈধভাবে আইপিএলের স্ট্রিমিং করছে, যা তাদের আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই এই অবৈধ অ্যাপের সঙ্গে যুক্ত প্রত্যেক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ তুলেছে সংস্থাটি, যেখানে তামান্নাকেও দেখা গিয়েছিল। তবে এ বিষয়ে এখনও পর্যন্ত তামান্নার তরফ থেকে কোনো মন্তব্য আসেনি।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ