দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৮:৫৮

আত্মগোপনে থাকা মমতাজ দেখা দিলেন

শেখ হাসিনা সরকারের পতনের পর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে অধিকাংশ আওয়ামী লীগ নেতাকর্মী আত্মগোপনে চলে যান। কেউ দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমান, আবার কেউ দেশেই লুকিয়ে থাকেন। আত্মগোপনে থাকা এমনই একজন সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগম। ৫ই আগস্টের পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। সর্বশেষ তিনি সামাজিক মাধ্যমে ১৬ই জুলাই পোস্ট করেছিলেন।

 

সংসদ সদস্য থাকাকালে নানা অভিযোগে অভিযুক্ত মমতাজ গত রোববার বিকাল সাড়ে ৫টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করেন। ভিডিওতে তিনি কোনো বক্তব্য দেননি, বরং গান পরিবেশন করেছেন। গানের কথা ছিল, “আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে? আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পরাণ বান্ধিবি কেমনে?” ভিডিওতে মমতাজকে একটি রুমের বিছানায় বসে গান গাইতে দেখা যায়, তবে কোথায় থেকে ভিডিওটি ধারণ করা হয়েছে, তা জানাননি তিনি।

 

ভিডিওটি প্রকাশের পর নেটিজেনরা কমেন্ট বক্সে নানা প্রতিক্রিয়া জানিয়েছেন। বেশির ভাগ মন্তব্য ছিল নেতিবাচক। কেউ কেউ মন্তব্য করেছেন, তিনি হয়তো ভারতে লুকিয়ে আছেন, আবার অনেকে বলেছেন, স্বৈরাচারের দোসর হিসেবে তাকে দ্রুত গ্রেপ্তার করা উচিত।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট