দ্যা নিউ ভিশন

এপ্রিল ৮, ২০২৫ ১৯:৪৮

অন্য এক পরীমনি

ঘোষণা করা হলো ‘রঙিলা কিতাব’-এর মুক্তির তারিখ। অনম বিশ্বাস পরিচালিত হইচইয়ের অরিজিনাল সিরিজ ‘রঙিলা কিতাব’ আগামী ৮ নভেম্বর মুক্তি পেতে যাচ্ছে। সোমবার (১৪ অক্টোবর) বিকালে হইচই-এর সোশ্যাল মিডিয়ায় অফিসিয়াল পোস্টার প্রকাশের মাধ্যমে সিরিজটির মুক্তির তারিখ জানানো হয়।

 

সিরিজটিতে মূল ভূমিকায় অভিনয় করেছেন পরীমনি ও মোস্তাফিজুর নূর ইমরান। পোস্টারে দেখা গেছে, নায়কের এক হাতে বন্দুক এবং অপর হাতে নায়িকাকে জড়িয়ে ধরেছেন। নায়িকার চোখে-মুখে fear ও আতঙ্কের ছাপ স্পষ্ট, যেন নায়কের বুকে আশ্রয় খুঁজছেন। এই পোস্টারে পরীমনির নতুন রূপ ফুটে উঠেছে। ‘রঙিলা কিতাব’-এর অফিসিয়াল পোস্টারটি ভালোবাসা, রহস্য ও উত্তেজনায় ভরপুর।

 

কিঙ্কর আহ্সানের লেখা ‘রঙিলা কিতাব’ উপন্যাসের ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে এই ওয়েব সিরিজ। এটি পরীমনির প্রথম ওয়েব সিরিজ। স্ক্রিপ্ট পড়ার পর থেকেই কাজটি নিয়ে তিনি বেশ উত্তেজিত ছিলেন। পরীমনি বলেন, “প্রতিটি প্রথম অনুভূতি, প্রথম স্মৃতি সবার জন্য সবসময় স্পেশাল। আমার প্রথম ওয়েব সিরিজে কাজ করার অভিজ্ঞতা ছিল অসাধারণ। এটি সম্ভব হয়েছে হইচই-এর কারণে। শ্যুটিংয়ের প্রথম দিন থেকেই আমি বেশ উত্তেজিত ছিলাম। এটি আমার জন্য এক নতুন অধ্যায়ের সূচনা। শুটিংয়ের সময় আমার সহ-অভিনেতা এবং টিমের সকল সদস্যের সঙ্গে কাজ করতে পেরে আমি খুব আনন্দিত। সবাই অত্যন্ত সহায়ক ছিল। এখন দর্শকদের প্রতিক্রিয়া পাওয়ার অপেক্ষায় আছি।”

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী