দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৯:০৪

বাংলাদেশে মুক্তি পাচ্ছে বলিউডের ‘স্ত্রী ২’, আর কলকাতায় মুক্তি পাচ্ছে ‘প্রহেলিকা’।

চয়নিকা চৌধুরী পরিচালিত ‘প্রহেলিকা’ ২০২৩ সালের জুনে প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এই ছবির মাধ্যমে দীর্ঘ আট বছর পর চলচ্চিত্রে ফিরেছেন অভিনেতা মাহফুজ আহমেদ। মুক্তির পর ছবিটি বেশ আলোচনা সৃষ্টি করলেও ব্যবসার পরিমাণ নিয়ে কিছু জানা যায়নি। অন্যদিকে, শ্রদ্ধা কাপুরের অভিনীত বলিউডের ‘স্ত্রী ২’ সিনেমাটি ১৪ আগস্ট মুক্তির পর থেকেই বক্স অফিসে একাধিক সাফল্য অর্জন করে চলেছে। ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তি পাওয়া এই ছবিটি ৮৮০ কোটি রুপি আয় করেছে। শ্রদ্ধা কাপুরের বিপুল ভক্তদের কারণে ছবিটি এভাবে সাফল্য পেয়েছে বলে অনেকের ধারণা।

 

‘স্ত্রী ২’ ছবিটি বাংলাদেশের প্রেক্ষাগৃহে আসছে, আর এদিকে মাহফুজ আহমেদের ‘প্রহেলিকা’ কলকাতায় মুক্তির জন্য অপেক্ষমাণ। দুটি ছবির পরিবেশনার দায়িত্বে রয়েছে বাংলাদেশি প্রতিষ্ঠান দ্য অভি কথাচিত্র এবং ভারতের সহযোগী প্রতিষ্ঠান এসএসআর।

 

‘স্ত্রী ২’ ছবিটি বাংলাদেশে আমদানির বিষয়টি নিশ্চিত করেছেন দ্য অভি কথাচিত্রের জাহিদ হাসান। তিনি জানান, “আমরা বাংলাদেশে ছবিটি প্রদর্শনের জন্য অনুমতি পেয়েছি। এখন সেন্সর সার্টিফিকেশন বোর্ডের আনুষ্ঠানিকতা বাকি। অনুমতি পাওয়ার পর যত দ্রুত সম্ভব মুক্তির ব্যবস্থা করব।”

 

অন্যদিকে, ‘প্রহেলিকা’ কলকাতায় মুক্তির পরিকল্পনা চলছে, তবে এই মাসে নয়। জাহিদ হাসান জানান, “আগামী মাসে কলকাতার প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি দেব।”

 

‘স্ত্রী ২’ ছবির সাফল্যের মূল কৃতিত্ব শ্রদ্ধা কাপুরের ঝুলিতে। নারীপ্রধান এই ছবিটি নতুন আয়ের রেকর্ড গড়েছে, যা পরিচালনা, গল্প, সংগীত ও অভিনয়ের কারণে সম্ভব হয়েছে।

 

সবকিছু ঠিক থাকলে ‘স্ত্রী ২’ ছবিটি ২৫ অক্টোবর বাংলাদেশে মুক্তি পেতে পারে। ছবিটিতে বরুণ ধাওয়ান ও অক্ষয় কুমার ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন, আর ‘প্রহেলিকা’ ছবিতে মাহফুজ আহমেদের পাশাপাশি অভিনয় করেছেন শবনম বুবলী, নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতু ও রহমত উল্লাহ।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট