দ্যা নিউ ভিশন

এপ্রিল ২১, ২০২৫ ০৪:৫৩

পরীমনির উচ্ছ্বাস।

ঢালিউডের আলোচিত নায়িকা পরীমনি দেশের পাশাপাশি ওপার বাংলার চলচ্চিত্রেও তার নাম লেখাতে সক্ষম হয়েছেন। শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত সিনেমা ‘ফেলুবক্সী’। এদিকে, চলছে হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উৎসব, যা ভারতে বিশেষ উৎসবমুখর পরিবেশ তৈরি করে।

 

এবার সেই দুর্গা উৎসবে জায়গা করে নিয়েছে পরীমনির সিনেমার পোস্টার। কলকাতার একটি মন্দিরের গেট ‘ফেলুবক্সী’র পোস্টার দিয়ে সাজানো হয়েছে। সোশ্যাল মিডিয়ায় সেই স্থানের একটি ছবি শেয়ার করে পরীমনি লেখেন, “শিগগিরই আসছে লাবণ্য।” দেবরাজ সিনহার পরিচালনায় ‘ফেলুবক্সী’ সিনেমায় তিনি লাবণ্য চরিত্রে অভিনয় করেছেন, যেখানে তার সহশিল্পী হিসেবে রয়েছেন টালিউডের সোহম চক্রবর্তী ও মধুমিতা সরকার। এছাড়াও শতাফ ফিগার, সৃজিত আয়ুষ্মান সরকারও এতে অভিনয় করেছেন। সিনেমাটি দুর্গাপূজার পরে মুক্তি পাবে।

 

উচ্ছ্বসিত পরীমনি বলেন, “ক Kolkata-এর বিভিন্ন স্থানে আমার অভিনীত সিনেমার পোস্টারে ছেয়ে গেছে, এটা সত্যিই খুব ভালো লাগছে। বিশেষ করে যখন দুর্গাপূজার মতো বড় উৎসব চলছে। কলকাতায় এটি আমার প্রথম সিনেমা, তাই ভালোলাগাটাও বেড়েছে দ্বিগুণ।” এছাড়াও, চলতি অক্টোবরেই পরীমনি অভিনীত ‘রঙিলা কিতাব’ ভারতের ওটিটি প্ল্যাটফরম হইচইতে মুক্তি পেতে যাচ্ছে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী