দ্যা নিউ ভিশন

এপ্রিল ৫, ২০২৫ ০০:৫৪

দীপা দক্ষিণ কোরিয়ায় গান গাইবেন।

চলতি প্রজন্মের কণ্ঠশিল্পী আয়েশা জেবীন দিপা বর্তমানে স্টেজ শো ও নতুন গান নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি তিনি দ্বিতীয়বারের মতো দক্ষিণ কোরিয়া সফরে গেছেন, যেখানে একটি শোতে অংশগ্রহণ করবেন। আজ তিনি দেশটির বহুজাতিক সাংস্কৃতিক উৎসবে গান গাইবেন। দিপা জানান, ২০ দেশের অংশগ্রহণে এই উৎসব প্রতি বছর অনুষ্ঠিত হয়। এর আগে ২০২২ সালে একই উৎসবে তিনি গান গেয়েছিলেন।

 

দক্ষিণ কোরিয়া থেকে মানবজমিনকে দিপা বলেন, “এটি এমন একটি উৎসব যেখানে ২০ দেশের সাংস্কৃতিক অঙ্গনের মানুষ তাদের দেশকে প্রতিনিধিত্ব করে। আমি লোকসংগীত নিয়ে প্রতিনিধিত্ব করবো, এটা আমার জন্য গর্বের বিষয়। আশা করছি, শোটি ভালোভাবে শেষ করতে পারবো।”

 

অনুষ্ঠান শেষে দিপা ১৫ই অক্টোবর দেশে ফেরার কথা। দেশে ফিরেই তিনি নতুন গান নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন, পাশাপাশি স্টেজ শোও চলবে। দিপা বলেন, “নতুন একাধিক গানের কাজ রয়েছে সামনে। তাছাড়া শীত আসছে, যা স্টেজের মৌসুম। হয়তো ওই সময়টায় টানা ব্যস্ততা থাকবে।”

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী