দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০১:৩৮

শ্রীলেখা দত্ত খুবই ক্ষুব্ধ

কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও সক্রিয় টলিউডের আলোচিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তিনি ইন্ডাস্ট্রিতে ঠোঁটকাটা হিসেবে পরিচিত এবং অন্যায় দেখলে কাউকে ছাড় দেন না। কলকাতায় আরজি কর-কাণ্ডসহ একের পর এক ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে তিনি শুরু থেকেই মুখর। এবার জানা গেছে, কলকাতায় আরজি কর-কাণ্ডের প্রতিবাদ হিসেবে পূজা বা কোনো উৎসবে অংশ নেবেন না এই অভিনেত্রী।

 

তিনি যে আবাসনে থাকেন, সেখানে পূজার আয়োজন করায় বিরক্তও হয়েছেন। ক্ষোভ প্রকাশ করে একটি ভিডিও পোস্ট করে শ্রীলেখা বলেন, “আমাদের এখানে পূজা হচ্ছে, আরো বড় করে হচ্ছে। আমি যে বাড়িতে থাকি সেখানে হচ্ছে। যেখানে কুকুর নিয়ে আমার সঙ্গে অসভ্যতা করেছিল সেই লোকজনেরা, এবার সেখানে আরও বড় করে পূজা হচ্ছে। বাড়ির মা-বোনেরা ধর্ষণের শিকার হচ্ছেন, খুন হচ্ছেন, আর এখানে দুর্গাপূজা হচ্ছে, দেখুন। এসব লোকজনের সঙ্গে আমি থাকি। হয়তো আমার মাথা খারাপ, নয়তো এদের। এদের দেখে লজ্জা লাগে আমার।”

 

তিনি লিখেছেন, “কেন যে আমি এখানে ফ্ল্যাটটা কিনতে গেলাম!” ভিডিওর ক্যাপশনে তিনি বলেন, “আচ্ছা, আমি কি ভিনগ্রহের প্রাণী? কেন বাকিদের মতো হবো না? হলে তো আমারও খানিক সুবিধে হতো। কেন নিজের সুবিধাটুকু বুঝলাম না? সমস্যা কি আমার, নাকি বাকি সমাজের?”

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট