দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০১:২২

এলো ফারিণের নতুন ছবি ‘চক্র’।

২০০৭ সালের ১১ জুলাই ময়মনসিংহ পৌরসভার কাশর এলাকার ইটখলায় রেললাইনে একটি পরিবারের ৯ সদস্য ট্রেনের নিচে পড়ে আত্মহত্যা করে, যে ঘটনায় সারা দেশে তোলপাড় সৃষ্টি হয়। ওই সুইসাইডের ঘটনাকে কেন্দ্র করে একটি সিরিজ নির্মাণ করেছেন ভিকি জাহেদ, যার নাম ‘চক্র’। সিরিজটি গতকাল মুক্তি পেয়েছে আইস্ক্রিন ওটিটি প্ল্যাটফর্মে।

 

ভিকি জাহেদ কয়েক বছর আগে ওই রহস্যময় ঘটনাকে পর্দায় তুলে ধরার ঘোষণা দেন। শুটিংয়ের প্রস্তুতির সময় বারবার বাধার মুখে পড়লেও অবশেষে সিরিজটির নির্মাণ সম্পন্ন হয়। তবে সেন্সর বোর্ডের অনুমোদন পাওয়ার জন্যও কিছু সমস্যা হয়েছিল।

 

সিরিজের অন্যতম চরিত্রে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ, যিনি এমন একটি রহস্যময় ও সত্য ঘটনার ভিত্তিতে কাজ করতে পেরে আনন্দিত। ফারিণ বলেন, “‘চক্র’ দারুণ একটি কাজ। এমন গল্পে কাজ করে আমি সন্তুষ্ট। বাস্তব ঘটনার ছায়ায় কাজ করার অনুভূতি সত্যিই ভিন্ন। শুটিংয়ের সময় সেই ভয়াবহ অনুভূতি আমাদের মাঝে ছিল। আমি বিশ্বাস করি, দর্শকরা এটি পছন্দ করবেন।”

 

এছাড়া, সিরিজের আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব। নির্মাতা ভিকি জাহেদ বলেন, “এটি সরাসরি আদম পরিবারের গল্প নয়, বরং তাদের মতোই হতভাগা আরেকটি পরিবারের গল্প। ঘটনাগুলো কেন ঘটেছে, সে বিষয়টি অনুসন্ধানের চেষ্টা করেছি। কাজটি সম্পন্ন করতে গিয়ে একাধিক বাধার সম্মুখীন হয়েছি, যার মধ্যে সেন্সর বোর্ডের অনুমোদন পাওয়া অন্যতম। এটি একটি সেনসিটিভ বিষয়, তাই সেন্সর প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আমরা যত্নশীল ছিলাম। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর সিরিজটি মুক্তি পেল।”

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট