দ্যা নিউ ভিশন

এপ্রিল ৪, ২০২৫ ১১:৫৭

শাকিবের মামলা বাতিল

চিত্রনায়ক শাকিব খানের বিরুদ্ধে চলচ্চিত্র প্রযোজক রহমত উল্লাহর করা মামলাটি আদালত খারিজ করে দিয়েছেন। প্রযোজকের আইনজীবী ড. মো. তবারক হোসেন ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, চাঁদা দাবি ও হত্যার হুমকি দেয়ার অভিযোগে শাকিবের মামলাটি প্রমাণিত হয়নি। এদিকে, মামলার পুনঃতদন্তের জন্য উচ্চ আদালতে যাওয়ার প্রস্তুতি শুরু করেছেন শাকিবের আইনজীবী খায়রুল হাসান। গত বছরের ২৩ মার্চ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিবের আদালতে শাকিব খান বাদী হয়ে রহমত উল্লাহর বিরুদ্ধে মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আসামিকে ২৬ এপ্রিল হাজির হতে সমন জারি করেন। এরপর ২৭ মার্চ মিথ্যা ও মানহানিকর বক্তব্য দেয়ার অভিযোগে শাকিব আরেকটি মামলা করেন।

 

ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক জুলফিকার হায়াত এই মামলাটি গ্রহণ করেন। আদালত ৬ জুন পিবিআইকে তদন্তের নির্দেশ দেন। জানা গেছে, চলতি বছরের ২৪ এপ্রিল পিবিআইয়ের পুলিশ পরিদর্শক গোলাম মুক্তার আশরাফ উদ্দিন আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে উল্লেখ করা হয় যে, প্রযোজক রহমত উল্লাহ’র বিরুদ্ধে অভিযোগ ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ এর ধারার অপরাধ প্রাথমিকভাবে সত্য প্রমাণিত হয়নি।

 

এরপর, শাকিবের আইনজীবী খায়রুল হাসান প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি আবেদন করেন। কিন্তু গত ১ সেপ্টেম্বর অসুস্থ থাকার কারণে শাকিব নারাজিতে উপস্থিত থাকতে পারেননি। এ প্রেক্ষিতে বাদীপক্ষ সময় চেয়ে আবেদন করেন, কিন্তু ট্রাইব্যুনাল তা নামঞ্জুর করে মামলাটি খারিজ করে দেন। সম্প্রতি বিষয়টি প্রকাশ্যে এসেছে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী