দ্যা নিউ ভিশন

এপ্রিল ৪, ২০২৫ ২২:৩০

“অন্য এক অধরা”

চলতি প্রজন্মের চিত্রনায়িকা অধরা খান ইতিমধ্যে বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করে তার প্রতিভার পরিচয় দিয়েছেন। সম্প্রতি, তিনি নতুন দু’টি ভিন্নধর্মী ছবির কাজ সম্পন্ন করেছেন—সৈয়দ ওহিদুজ্জামান ডায়মন্ডের ‘দখিন দুয়ার’ এবং জাহিদ হোসেনের ‘ঋতুকামিনী’। উভয় ছবিতেই অধরা তার ক্যারিয়ারের সবচেয়ে ভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করেছেন। ‘দখিন দুয়ার’-এ তিনি খেয়ার এবং ‘ঋতুকামিনী’-তে কুমকুমের চরিত্রে দেখা দেবেন।

 

অধরা বলেন, “প্রথম ছবিটির পরিচালক ওহিদুজ্জামান ডায়মন্ড স্যার সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। তিনি যেসব সিনেমা বানিয়েছেন, সবই প্রশংসিত হয়েছে। ‘দখিন দুয়ার’-এ কাজ করে আমি নতুন অভিজ্ঞতা অর্জন করেছি এবং অনেক কিছু শিখেছি।” অন্যদিকে, জাহিদ হোসেনের ‘ঋতুকামিনী’ নিয়ে তিনি বলেন, “সিনেমার শুটিংয়ের সময় আমি বেশ অসুস্থ ছিলাম—ঠাণ্ডা এবং জ্বরে ভুগছিলাম। সেই অবস্থাতেই ঢাকার বাইরে টানা ২০ দিনের শুটিং শেষ করি। এতে আমি আবদুন নূর সজলের বিপরীতে কাজ করেছি। এখানে দর্শক আমাকে নতুন একটি চরিত্রে দেখতে পাবেন। আমার আগের ছবিগুলোতে দর্শক আমাকে গ্ল্যামারাস রূপে দেখেছেন, কিন্তু এ দু’টি ছবিতে আমি একদম ভিন্নরূপে, সাদামাটা এক অধরা খান হিসেবে হাজির হব।”

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী