দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০২:৩৭

ইভার বিরুদ্ধে ৫০০ কোটি টাকার মানহানি মামলা করা হয়েছে।

গায়িকা ইভা আরমানের বিরুদ্ধে ৫০০ কোটি টাকার মানহানি মামলা করেছেন ফকির আক্তারুজ্জামান। সম্পত্তি সংক্রান্ত মিথ্যাচারের অভিযোগে এই মামলা দায়ের করা হয়েছে। মামলাটি ঢাকার ৫ম যুগ্ম জেলা জজ আদালতে দায়ের করেছেন ফকির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং বীর মুক্তিযোদ্ধা সিআইপি ফকির আক্তারুজ্জামান।

 

মামলার বিবরণে জানা গেছে, ইভা গুলশান ২-এর ৪৪ নম্বর রোডের ৬/বি, ব্লক সিডাব্লিউএন (বি) প্লটে ‘ইভা রোজ’ নামে একটি বহুতল ভবনে দুটি অ্যাপার্টমেন্ট কেনার জন্য ডিজনী প্রপার্টিজ লিমিটেডের সঙ্গে চুক্তি করেন। ফকির গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক ফকির মাসরিকুজ্জামান ও পরিচালক ফকির মাসফিকুজ্জামান ২০১৬ সালের ২৮ মার্চ ফ্ল্যাট দুটি কেনার জন্য চুক্তি করেন।

 

এফ্ল্যাট দুটি ৬ষ্ঠ ও ৭ম তলায় অবস্থিত এবং প্রতিটি ফ্ল্যাটের আয়তন ৪৫০০ বর্গফুটের কাছাকাছি। চুক্তিতে উল্লেখ করা হয়, ইভা নিজ দায়িত্বে ছয় মাসের মধ্যে নির্মাণকাজ শেষ করে ক্রেতাদেরকে সাফ কওলা রেজিস্ট্রি করে দেবেন। কিন্তু ইভা চুক্তির শর্ত না মেনে অসম্পূর্ণ অবস্থাতেই ফ্ল্যাট দুটির দখল দুই ক্রেতাকে বুঝিয়ে দেন।

 

ফকির গ্রুপের লিগ্যাল অ্যাডভাইজার, এডভোকেট জাফর শরীফ বলেন, ইভা আরমান রেজিস্ট্রি করা বিক্রয়চুক্তিপত্রের শর্ত মানতে রাজী হননি এবং তিনি দাবি করেছেন যে ওই ফ্ল্যাট দুটি তিনি বিক্রি করেননি। পরবর্তীতে ইভা ফ্ল্যাট দুটি নিয়ে ১ম যুগ্ম জেলা জজ আদালতে দেওয়ানী মামলা করেন, যা বর্তমানে চলমান। ইভার বিরুদ্ধে শান্তি ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ফকির আক্তারুজ্জামানের বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছিল, কিন্তু আদালত সেই মামলাটি খারিজ করে দেন।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট