দ্যা নিউ ভিশন

এপ্রিল ১০, ২০২৫ ১৮:৫৮

শুটিংয়ে গুরুতর আহত ইমরান হাশমি

নতুন সিনেমা ‘ঘোড়চড়ি ২’ এর শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন বলিউড অভিনেতা ইমরান হাশমি। জানা গেছে, একটি অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে গিয়ে তার গলায় গুরুতর আঘাত লেগেছে। এর আগে তিনি ‘টাইগার ৩’ সিনেমায় খলনায়কের চরিত্রে অভিনয় করেন, যেখানে সালমান খান ও ক্যাটরিনা কাইফের সঙ্গে কাজ করেছেন এবং তার অভিনয় প্রশংসিত হয়েছে।

 

সম্প্রতি ‘ঘোড়চড়ি ২’ এর শুটিং চলছিল হায়দরাবাদে। শুটিংয়ের সময় একটি উচ্চ স্থান থেকে লাফিয়ে পড়ার দৃশ্যের সময় এই দুর্ঘটনাটি ঘটে। আহত হওয়ার পর তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে ছাড়া দেওয়া হয়। বর্তমানে ইমরান সুস্থ আছেন এবং শীঘ্রই শুটিংয়ে ফিরে আসার আশা প্রকাশ করেছেন।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী