দ্যা নিউ ভিশন

এপ্রিল ১০, ২০২৫ ১৮:৫৮

দীপিকা ম্যাজিক

“নারী সীতা, প্রয়োজনে দুর্গাও”—গত বছর শারদোৎসবের মৌসুমে এই বার্তা নিয়ে আসা ‘সিংহম এগেইন’ এবার দেবীপক্ষে নারীশক্তির উজ্জ্বল হুঙ্কার নিয়ে প্রকাশ্যে এসেছে তার ট্রেলার। যেখানে দীপিকা পাড়ুকোনের ম্যাজিক আবারও দর্শকদের মনে দোলা দিয়েছে। প্রথম ঝলকেই বোঝা গেছে যে, রোহিত শেঠির পুলিশি জগৎ এবার বক্স অফিসে এক নতুন লঙ্কাকাণ্ড ঘটাতে চলেছে।

 

সীতাহরণের রাম লঙ্কা জ্বালিয়ে দিয়েছিলেন, এবারও তাই শুরুতেই ‘রাম’ অজয় দেবগান হুঙ্কার ছাড়লেন। সীতাহরণের প্রতিশোধে রামের রাবণবধ ও হনুমানের লঙ্কাকাণ্ডের প্রসঙ্গ নিয়ে গল্পের নকশা করেছেন পরিচালক। পুলিশ অফিসারের ভূমিকায় অজয় দেবগান এখানে রামের চরিত্রে অভিনয় করেছেন। তার স্ত্রীর ভূমিকায় কারিনা কাপুরকে দেখা গেছে, যিনি অপহৃত হয়ে যান। স্ত্রীকে উদ্ধার করতে সিংহম পুলিশ অফিসার দুনিয়া এলোমেলো করে দেন।

 

ট্রেলার থেকে পরিষ্কার বোঝা যায়, রামায়ণের সঙ্গে আধুনিক প্লট একত্রিত করে গল্প সাজানো হয়েছে। দীপিকা পাড়ুকোনকে দেখা গেছে রণং দেহি রূপে, এবং ‘সিংহম এগেইন’-এ তার অসাধারণ অ্যাকশন দৃশ্যের ঝলক ট্রেলারে রয়েছে।

 

হনুমানের আদলে রণবীর সিংয়ের কর্মকাণ্ডও দেখা গেছে। স্পেশাল টাস্ক ফোর্সের অফিসার এসিপি সত্যার চরিত্রে অভিনয় করছেন টাইগার শ্রফ। ‘সিংহম এগেইন’ আগামী ১ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এর আগে ট্রেলারটি প্রকাশিত হয়েছে। দীপিকা বলেছেন, “এটি আমার ক্যারিয়ারের এমন একটি ছবি যেখানে আমি সর্বাধিক অ্যাকশন দৃশ্যে অংশগ্রহণ করেছি। তাই আমি এই ছবির মুক্তির জন্য অপেক্ষায় আছি।”

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী