শেরপুরে উজান থেকে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টির কারণে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে শেরপুর, ময়মনসিংহসহ আশেপাশের কয়েকটি জেলায়। এই দুর্যোগে বিপদে পড়া মানুষের পাশে দাঁড়িয়েছেন সংগীতশিল্পী সালমা আক্তার। তার প্রতিষ্ঠিত সামাজিক সংগঠন ‘সাফিয়া ফাউন্ডেশন’-এর মাধ্যমে ইতোমধ্যেই ১৫-২০ সদস্যের একটি টিম বন্যাকবলিত এলাকায় কাজ করছে, তারা খাদ্যসহ প্রয়োজনীয় সহায়তা প্রদান করছেন।
এছাড়া সালমা নিজেও গতকাল ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা দেন। এর আগে ফেসবুক লাইভে এসে তিনি জানান, ময়মনসিংহ, হালুয়াঘাট, নালিতাবাড়ী ও শেরপুরসহ বিভিন্ন এলাকার পরিস্থিতি খুবই খারাপ। তিনি সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আপনারা সবাই বন্যার্তদের সহায়তায় এগিয়ে আসুন। আমাদের জীবন ছোট, কখন কার বিপদ আসবে কেউ জানি না। আল্লাহ ছাড়া কেউ আমাদের উদ্ধার করতে পারে না। আমি যতটুকু পারছি সাহায্য করছি, আপনারাও এগিয়ে আসুন।”