দ্যা নিউ ভিশন

এপ্রিল ৪, ২০২৫ ১৮:৩৬

“ফারিণ খান ‘ত্রিভুজ’-এ”

তিন দম্পতির গল্প নিয়ে নির্মিত হয়েছে ওয়েব ফিল্ম “ত্রিভুজ”। অলোক হাসানের পরিচালনায় এ ফিল্মে এক দম্পতির চরিত্রে অভিনয় করেছেন বর্তমান সময়ের গ্ল্যামারাস অভিনেত্রী ফারিণ খান। ওয়েব ফিল্মটি মুক্তি পাবে ১০ই অক্টোবর, দীপ্ত প্লে ওটিটি প্ল্যাটফর্মে। গত শুক্রবার ফেসবুক পেজে টিজার প্রকাশের মাধ্যমে দীপ্ত প্লে সিনেমাটির মুক্তির ঘোষণা দেয়।

 

ফারিণের বিপরীতে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ। এছাড়াও অভিনয় করেছেন শাহরিয়ার নাজিম জয়, আনিকা কবির শখ, সোহেল মণ্ডল, মৌসুমী মৌ এবং ঊর্মিলা শ্রাবন্তী কর। ফারিণ এর আগেও ওয়েব ফিল্মে কাজ করেছেন এবং নাটকেও নিয়মিত অভিনয় করছেন। তার অভিনীত দু’টি সিনেমাও শিগগিরই মুক্তি পাবে।

 

“ত্রিভুজ” সম্পর্কে ফারিণ বলেন, “এটি একটি ব্যতিক্রমী গল্পের ফিল্ম। এখানে উচ্চবিত্ত, মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত এই তিন শ্রেণির দম্পতির গল্প তুলে ধরা হয়েছে, যেখানে মনস্তাত্ত্বিক ও নীতির দ্বন্দ্ব রয়েছে। কাজটি করতে আমার খুব ভালো লেগেছে। তবে এখনই বেশি কিছু বলতে চাই না। আশা করছি, মুক্তির পর দর্শকদের এটি ভালো লাগবে।”

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী