দ্যা নিউ ভিশন

এপ্রিল ১১, ২০২৫ ১১:২১

রায়হান রাফীর ‘ব্ল্যাকমানি’ সিরিজে পূজা চেরি

রায়হান রাফী বড় পর্দায় একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিচ্ছেন, যার সর্বশেষ কাজ শাকিব খানের ‘তুফান’। এছাড়াও তিনি ওটিটি প্ল্যাটফর্মে কাজ করে প্রশংসা অর্জন করেছেন এবং প্রযোজক ও দর্শকদের মধ্যে আস্থা অর্জন করেছেন। এবার প্রথমবারের মতো বঙ্গের প্রযোজনায় নিয়ে আসছেন ওয়েব সিরিজ ‘ব্ল্যাক মানি’। এই সিরিজে দীর্ঘদিন পর রাফীর পরিচালনায় কাজ করবেন চিত্রনায়িকা পূজা চেরি। এছাড়া চমক হিসেবে থাকছেন নায়ক রুবেল, নির্মাতা-অভিনেতা সালাহউদ্দিন লাভলূ, সুমন আনোয়ার, মুকিত জাকারিয়া, পাবেল প্রমুখ।

 

‘ব্ল্যাক মানি’ নির্মাণ উপলক্ষে শনিবার (৫ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে রায়হান রাফী বলেন, “বঙ্গ একের পর এক হিট কনটেন্ট দিচ্ছে। আমি চাই, আমার নির্মিত ‘ব্ল্যাক মানি’ নতুন রেকর্ড গড়ুক। সবাই দোয়া করবেন যেন কাজটি সফলভাবে সম্পন্ন করতে পারি।” এ বছরের মধ্যে ৬ পর্বের এই ওয়েব সিরিজটি মুক্তি পাবে, এবং আগামীকাল থেকে সৈয়দপুরে এর শুটিং শুরু হবে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী