দ্যা নিউ ভিশন

এপ্রিল ৫, ২০২৫ ০৬:৪৬

কঠিন পথ পাড়ি

প্রিয়াংকা চোপড়া, বলিউডের জনপ্রিয় অভিনেত্রী, হলিউডেও সফলভাবে কাজ করেছেন এবং খ্যাতি অর্জন করেছেন। তিনি সবসময় তার কাজকে গুরুত্ব দেন, যা বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছেন। তবে তার ক্যারিয়ারের শুরুতে এ বিষয়টি সহজ ছিল না; তাকে কঠিন পথ অতিক্রম করতে হয়েছে। এমনকি একবার একটি চরিত্রের জন্য তিনবার অডিশন দিতে হয়েছিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, চরিত্রটি পছন্দ হওয়ার পর তিনি নিজেই তার টিমকে নির্মাতার সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করেছিলেন।

 

তৃতীয়বার অডিশনের পর তিনি সেই চরিত্রের সুযোগ পান। অভিনেত্রী বলেন, “একটি পর্যায়ে অডিশন না দেওয়ার কিংবা চরিত্রের জন্য অনুরোধ না করার চিন্তা করা ভুল। ভালো চরিত্র পেলে তা ফুটিয়ে তুলতে সবারই আগ্রহ থাকে।” তিনি আরও উল্লেখ করেন, অহংকার যদি অন্তরায় হয়ে দাঁড়ায়, তবে সমস্যায় পড়তে হয়। ইগো যেখানে জায়গা করে নেয়, সেখানেই অভিনেতাদের পথ কঠিন হয়ে যায়।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী