দ্যা নিউ ভিশন

এপ্রিল ৫, ২০২৫ ০৬:৪৬

নীলের তৃতীয়

প্রায় এক দশক ধরে উপস্থাপনায় কাজ করে আসছেন নীল হুরেজাহান, যিনি খেলাভিত্তিক শো উপস্থাপনা করে জনপ্রিয়তা অর্জন করেছেন। পরে তিনি বিভিন্ন ধরনের শো-তে যুক্ত হন এবং কর্পোরেট অনুষ্ঠানে ব্যস্ত থাকেন। সম্প্রতি তিনি কক্সবাজারে একটি অনুষ্ঠানে অংশ নিয়েছেন এবং আগামীকাল ঢাকায় ফেরার কথা রয়েছে। নীল জানান, টিভি শো চলমান রয়েছে, যদিও কিছুদিন কাজ কম ছিল। বর্তমানে একুশে টিভিতে নতুন শো উপস্থাপন করছেন এবং নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের কাভার করার কথাও চলছে। অভিনয়ে, তিনি দুটি ওয়েব ফিল্ম, নাটক ও বিজ্ঞাপনে কাজ করেছেন এবং এবার তার ক্যারিয়ারের তৃতীয় ওয়েব ফিল্ম “সেকশন ৩০২, পার্ট ওয়ান-আয়নামহল” নির্মাণ করেছেন। নীল বলেন, গল্প ও চরিত্র খুব ভালো লাগছে, যা তার অভিনয়কে আরও আকর্ষণীয় করবে। বর্তমানে ওয়েব ফিল্মটির পোস্ট প্রোডাকশন চলছে এবং দ্বিতীয় কিস্তির শুটিং শিগগিরই হবে। বড় পর্দার প্রস্তাব রয়েছে, তবে সেগুলো মনের মতো হয়নি।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী