দ্যা নিউ ভিশন

এপ্রিল ১১, ২০২৫ ০৬:৩৫

“ওয়েব ফিল্মে সামিরা”

২০১০ সালে চ্যানেল আইয়ের লাক্স সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে প্রবেশ করেন সামিরা সৈয়দ। এরপর একটি টেলিফিল্মের মাধ্যমে অভিনয়ে অভিষেক হলেও, সে সময় মডেলিংকে বেশি গুরুত্ব দেন তিনি। র‌্যাম্প ও টিভিসিতে সক্রিয় হয়ে ওঠেন। ২০১৮ সাল থেকে টানা মডেলিংয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন, এবং এখন দেশের শীর্ষ মডেলদের একজন।

সম্প্রতি, তিনি একটি ওয়েব ফিল্মে কাজ করেছেন, যার নাম ‘মির্জা’। সুমন আনোয়ার পরিচালিত এই ফিল্মের এক্সিকিউটিভ প্রডিউসার হিরু খান। এতে নাম ভূমিকায় অভিনয় করছেন মোশাররফ করিম এবং পারসা ইভানা। এই ফিল্মে সামিরা একটি স্মাগলারের চরিত্রে অভিনয় করেছেন।

 

সামিরা বলেন, “বিভিন্ন প্রস্তাব পেলেও মনের মতো না হওয়ায় কাজ করিনি। তবে ‘মির্জা’র চরিত্র এবং গল্প আমাকে আকর্ষণ করেছে। সুমন আনোয়ার একজন অসাধারণ পরিচালক, এবং কাজ করার অভিজ্ঞতা খুব ভালো হয়েছে।”

 

তিনি জানান, চলতি বছরের শেষের দিকে বঙ্গ ওটিটি প্ল্যাটফর্মে এটি উন্মুক্ত হবে। সামিরা ভবিষ্যতে অভিনয়ের বিষয়ে বলেন, “ভালো কাজ হলে করবো। আমি নতুনত্ব খুঁজছি এবং বাণিজ্যিকের বাইরে ভিন্ন ঘরানার কাজ করতে চাই।”

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী