দ্যা নিউ ভিশন

এপ্রিল ৪, ২০২৫ ১৬:৪০

কাকে ইঙ্গিত করলেন বিজরী

নব্বই দশকের জনপ্রিয় টিভি নাটকের অভিনেত্রীদের মধ্যে একজন হলেন বিজরী বরকতুল্লাহ। তিনি এখনও কাজ করছেন, তবে বেছে বেছে। বিভিন্ন সময় তাকে নানা গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যায়। এছাড়া বিজরী সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয়, যেখানে তিনি নিয়মিত বিভিন্ন বিষয়ে নিজের মতামত প্রকাশ করেন এবং ব্যক্তিজীবন নিয়েও কথা বলেন।

 

সম্প্রতি তিনি একটি পোস্টে উল্লেখ করেছেন, যিনি নিজের প্রচারের জন্য অযথা বেশি গুরুত্ব পেতে চান, তিনি ক্যামেরা দেখলেই যেচে সত্য-মিথ্যা মিলিয়ে অনেক কথা বলেন। বিজরী তাকে ‘মানসিক বিকারগ্রস্ত, অপ্রকৃতিস্থ’ হিসেবে অভিহিত করেছেন, কিন্তু ঠিক কাকে উদ্দেশ্য করে তিনি এই মন্তব্য করেছেন, তা পরিষ্কার করেননি।

 

এ কারণে নেটিজেনদের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছে। বিজরী তার পোস্টে আরও বলেন, “যিনি ভিউ বাণিজ্যের আশায় কথা যাচাই-বাছাই ছাড়াই তা গণমাধ্যমে প্রচার করেন, তিনি সম্মান হরণকারী এবং তথাকথিত প্রগতিশীল।” এই স্ট্যাটাসের পরে অনেকেই মন্তব্যের মাধ্যমে মূল বিষয়বস্তু জানতে চেয়েছেন, কিন্তু বিজরী বিষয়টি নিয়ে কোন প্রতিক্রিয়া জানাননি। ফলে নেটিজেনরা বিভিন্ন তারকাকে ইঙ্গিত করে নিজেদের মতামত প্রকাশ করতে শুরু করেছেন।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী