দ্যা নিউ ভিশন

এপ্রিল ৪, ২০২৫ ১৬:৩৭

শ্রাবন্তীর চমক” গল্পটি একটি আকর্ষণীয় ও রোমাঞ্চকর কাহিনী

যেকোনো উৎসবেই সিনেমা মুক্তির জন্য ব্যস্ত থাকেন তারকা ও নির্মাতারা। তবে এবারের পূজায় একটি গান মুক্তির আনন্দেও সমান উচ্ছ্বসিত অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী। এটি তার দ্বিতীয়বার পূজায় একটি মিউজিক ভিডিও প্রকাশ পাচ্ছে। চলতি বছরের পূজা ভারতবাসীর জন্য একটু ভিন্ন ধরনের। আনন্দের পাশাপাশি চলেছে আন্দোলন, প্রতিবাদ এবং বিষণ্নতার ছায়া। তবে এক বছরের অপেক্ষার পর চার দিনের উদযাপন তো থাকছেই।

 

সম্প্রতি এক সাক্ষাৎকারে শ্রাবন্তী বলেন, “ঠিক এই কারণেই পূজার গানে অংশ নিতে রাজি হয়েছি। এটি আমার পক্ষ থেকে একটি চমক। অনেকেই এই উৎসবের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন। পূজার ছবি ও গানের মাধ্যমে কলাকুশলী ও অভিনেতাদের আয় হয়, তাই ইচ্ছা না থাকলেও সংসার চালাতে আমাদের কাজ করতে হয়।”

 

তিনি আরও জানান, “পূজার গানের শুটিং মানেই আগাম শারদীয়ার আবহ।” শ্রাবন্তীর পূজার গানে কণ্ঠ দিয়েছেন অনন্যা চ্যাটার্জী এবং রাহুল বীর কুমার ঘোষ এর পরিচালনায় ‘সান ভেঞ্চার’ ব্যানারে ‘জয় জয় মা দুগ্‌গা’ শিরোনামের গানটি খুব শিগগিরই মুক্তি পাবে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী