দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৪, ২০২৪ ২২:০৭

তথ্য উপদেষ্টা: সেন্সর বোর্ড পুনর্গঠন করা হবে

মো. নাহিদ ইসলাম - তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের নতুন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের পরিকল্পনা করছেন। আজ রবিবার (১৮ আগস্ট) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে দপ্তর প্রধানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা জানান।

নাহিদ ইসলাম বলেন, “আমরা স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের বিষয়ে প্রাথমিকভাবে ভাবছি। এর রূপরেখা কী হবে, তা আমরা সাংবাদিকদের সঙ্গে আলোচনা করে ঠিক করব। সাংবাদিক সমাজের মতামত বিবেচনা করেই আমরা এই উদ্যোগগুলো গ্রহণ করতে চাই।”

তিনি আরও বলেন, “সেন্সর বোর্ডের কারণে যেসব সিনেমা আটকে আছে, সেগুলো নিয়ে আমরা শিগগিরই আলোচনা করব। সেন্সর বোর্ডের পুনর্গঠনও দ্রুততার সঙ্গে করা হবে। বোর্ড না থাকার যে দাবি উঠেছে, সেটিও যৌক্তিকভাবে পর্যালোচনা করা হবে।”

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে সেন্সর বোর্ডে একাধিক সিনেমা আটকে দেওয়া হয়েছিল, বিশেষ করে যেগুলোতে দেশের সমসাময়িক চিত্র তুলে ধরা হয়েছে। এই তালিকায় মোস্তফা সরয়ার ফারুকীর ‘শনিবার বিকেল’, এনামুল করিম নির্ঝরের ‘নমুনা’, এবং রায়হান রাফীর ওয়েব ফিল্ম ‘অমিমাংসিত’সহ আরও কয়েকটি সিনেমা রয়েছে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ