দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০০:০২

“দিনের পর দিন হেনস্তার শিকার হয়েছি,” জানালেন অভিনেত্রী ভূমি পেডনেকর।

না, একবারও আরজি কর-কাণ্ডের কথা সরাসরি উল্লেখ করেননি অভিনেত্রী ভূমি পেডনেকর। তবে এই ঘটনার পর নারী সুরক্ষা নিয়ে যে নতুন প্রশ্ন উঠেছে, তার উত্তর দিয়েছেন তিনি। সম্প্রতি কলকাতায় এসেছিলেন ভূমি, সেখানে লিঙ্গবৈষম্য ও নারী নির্যাতন নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, যুগ যুগ ধরে নারীরা অত্যাচারের শিকার হয়ে আসছেন। এটি এমন একটি সমস্যা, যা এক কথায় সমাধান করা সম্ভব নয়। তবে নারীদের এবার নিজেদের কথা বলতে হবে। চুপ করে সহ্য না করে, তাদের সঙ্গে ঘটে যাওয়া অত্যাচারের কথা প্রকাশ্যে আনতে হবে। সমাজ পাশে দাঁড়াবে, যদি তারা মুখ খোলেন।

 

ভূমির বক্তব্য ছিল দৃঢ়, কিন্তু শান্তিপূর্ণ। নিজের জীবনের উদাহরণ দিয়ে তিনি বলেন, দেশের প্রতিটি পরিবারের মেয়েরা কোনো না কোনোভাবে হেনস্তার শিকার হয়েছেন। “আমিও দিনের পর দিন হেনস্তার শিকার হয়েছি,” বলেন তিনি। সেই ঘটনার ছাপ রোজের জীবনে প্রভাব ফেলেছে, যা একেবারেই কাম্য নয়। ভূমির মতে, নারীদের নীরব থাকার কারণে অত্যাচার আরও বেড়ে যায়, যা তাদের মানসিকভাবে জর্জরিত করে।

 

সমস্যার সমাধানের পথও দেখিয়েছেন ভূমি। তিনি বলেন, পরিবর্তন ঘর থেকেই শুরু হওয়া উচিত। যেমন নারীরা পুরুষদের সম্মান করেন, তেমন পুরুষদেরও নারীদের সম্মান করতে শেখা উচিত। এভাবে লিঙ্গবৈষম্য দূর হতে পারে। তিনি কর্মক্ষেত্রে লিঙ্গসমতার গুরুত্বও তুলে ধরেন। নারীদের কণ্ঠস্বর শুনতে হবে, তাদের মতামতকে গুরুত্ব দিতে হবে।

 

ভূমি আরও বলেন, সমাজে নারীদের পোশাক ও আচরণ নিয়ে সবসময় সমালোচনা চলে, যা নারী হেনস্তার অন্যতম কারণ। পাশাপাশি তিনি শিশুদের মানবিকভাবে গড়ে তোলার ওপরও জোর দেন, কারণ তাদের মধ্যে মানবিকতার অভাব দেখা যাচ্ছে। ভূমি মনে করেন, যদি শিশুরা মানবিক গুণাবলিতে গড়ে ওঠে, তাহলে নারী নির্যাতনের ঘটনা কমবে এবং ভবিষ্যৎ প্রজন্ম আরও সুশীল

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ