দ্যা নিউ ভিশন

এপ্রিল ৪, ২০২৫ ০১:০০

ইমরান ও পড়শীর নতুন গান ‘কথা একটাই’।

দীর্ঘদিন পর নতুন গান নিয়ে হাজির হচ্ছেন চলতি প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল ও সাবরিনা পড়শী। গানটির নাম ‘কথা একটাই’। রবিউল ইসলাম জীবনের কথায় এর সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান। বিলিভ থেকে প্রকাশ হতে যাওয়া এ গানটির রেকর্ডিং কয়েকদিন আগে সম্পন্ন হয়েছে। এদিকে, এর আগে ইমরান ও পড়শীর বেশ কিছু দ্বৈত গান দর্শকমহলে প্রশংসিত হয়েছে। নতুন এ গান প্রকাশ প্রসঙ্গে ইমরান মানবজমিনকে বলেন, “আমার সঙ্গে পড়শীর গানগুলো অতীতে শ্রোতা-দর্শক বেশ পছন্দ করেছেন। তাই এই ধারাবাহিকতায় বিলিভ মিউজিক থেকে নতুন গানটি করা হয়েছে। গানটির কথা ও সুর একটি ভিন্ন আঙ্গিকে তৈরি করা হয়েছে, যা সবাই শুনলে বুঝতে পারবেন।”

 

ইমরান আরও জানান, গানটির ভিডিও বড় পরিসরে দেশের বাইরে করার পরিকল্পনা রয়েছে এবং এতে পারফর্মও করবেন তিনি ও পড়শী। দ্রুতই কাজ শুরু হতে পারে। অন্যদিকে, গান প্রসঙ্গে পড়শী বলেন, “ইমরান ভাইয়ার সঙ্গে আমার যতগুলো দ্বৈত গান হয়েছে, সেগুলো শ্রোতা-দর্শক গ্রহণ করেছেন। তাই আমাদের ওপর হয়তো প্রত্যাশা বেশি। অনেকদিন পর আমরা আবার একসঙ্গে গান করলাম, এবং গানটি অন্যরকম হয়েছে। আমি আশাবাদী।”

 

জানা গেছে, ইমরান-পড়শীর ‘কথা একটাই’ শিরোনামের এ গানটি প্রকাশ পাবে পড়শীর ইউটিউব চ্যানেলে এবং বিভিন্ন প্ল্যাটফর্মেও পাওয়া যাবে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী