দ্যা নিউ ভিশন

এপ্রিল ৪, ২০২৫ ০১:০৫

ঊষসীর নতুন অধ্যায়।

২০১৫ সালে জিতু কমলের বিপরীতে স্টার জলসার ‘মিলন তিথি’ ধারাবাহিকের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন অভিনেত্রী ঊষসী রায়। এরপর ২০১৭ সালে তিনি ‘জয় কালী কলকাত্তাওয়ালী’ ধারাবাহিকে অভিনয় করেন। তবে হানি বাফনার বিপরীতে ‘বকুল কথা’ ধারাবাহিকের নাম ভূমিকায় সর্বাধিক জনপ্রিয়তা পান ঊষসী। এরপর টিভি ধারাবাহিক ছেড়ে ওয়েব সিরিজে নাম লেখান তিনি।

 

এবার আবার নতুনভাবে শুরু হচ্ছে এ অভিনেত্রীর ক্যারিয়ার। দীর্ঘ ৪ বছর পর রাজ চক্রবর্তীর হাত ধরে ছোট পর্দায় ফিরছেন তিনি। জানা গেছে, তার বিপরীতে দেখা যাবে সুস্মিত মুখার্জীকে, যিনি ঊষসীর তুলনায় অনেকটাই নতুন। তবে এর আগে তিনি স্নেহাশিস চক্রবর্তীর ধারাবাহিক ‘বরণ’-এ কাজ করেছেন। খুব শিগগিরই ধারাবাহিকটির শুটিং শুরু হবে।

 

এদিকে, নিজের টেলিভিশনে ফেরা নিয়ে ঊষসী বলেন, “আমার কাছে কোনো পর্দাই ছোট বা বড় নয়। ছোট পর্দা আমাকে পরিচিতি দিয়েছে, তাই সবসময়ের জন্য এ মাধ্যম আমার কাছে গুরুত্বপূর্ণ।” সর্বশেষ তাকে ছোট পর্দায় জি-বাংলার ‘কাদম্বিনী’ ধারাবাহিকে দেখা গিয়েছিল। মাঝের সময়টাতে তিনি ওয়েব সিরিজে কাজ করেছেন এবং এবার আগের কথামতো আবারো ফিরছেন ছোট পর্দায়।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী