দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ১১:৩৪

বিশৃঙ্খলার মাঝেই ঢাকায় গান পরিবেশন করলো ‘জাল’।

পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড ‘জাল’ ঢাকায় ১৪ বছর পর গান পরিবেশন করলো। ২৮শে সেপ্টেম্বর বিকালে যমুনা ফিউচার পার্কে ‘লিজেন্ডস অব দ্য ডিকেড’ নামে এই কনসার্ট শুরু হয়। তবে কনসার্ট শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই চরম অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলার কারণে অনুষ্ঠান বন্ধ হয়ে যায়। দেড় ঘণ্টা পর সেনাবাহিনীর হস্তক্ষেপে আবার কনসার্ট শুরু হয়, যা সেনা পাহারায় শেষ পর্যন্ত চলে।

 

শনিবার বিকালে যমুনা ফিউচার পার্কের নর্থ কোর্টে ‘জাল’ ব্যান্ডের এই কনসার্ট অনুষ্ঠিত হয়, যেখানে বাংলাদেশের ভাইকিংস, অর্থহীন, কনক্লুশনসহ অন্যান্য ব্যান্ডও অংশ নেয়। কনসার্ট দেখতে বিকাল থেকেই দর্শকদের ঢল নামে, বিশেষ করে ‘জাল’র পারফরম্যান্স নিয়ে সবার মধ্যে উত্তেজনা ছিল চরমে। তবে জনাকীর্ণ জায়গায় এই আয়োজন দেখে দর্শকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। অনেকেই টিকিট কেটেও পছন্দের শিল্পীদের পারফরম্যান্স দেখতে পারেননি। এলইডি স্ক্রিন বা বসার কোনো নির্ধারিত ব্যবস্থা না থাকায়, এবং গেট ভেঙে বিনা টিকিটের দর্শকদের ঢল নামায় টিকিট কেটে প্রবেশ করা দর্শকরা জায়গা হারান।

 

প্রাথমিকভাবে কনসার্টটি হওয়ার কথা ছিল শুক্রবার সন্ধ্যায় পূর্বাচলের ৩০০ ফুট এক্সপ্রেসওয়ের পাশে ঢাকা এরিনায়। তবে বৃষ্টির কারণে, কনসার্টের কয়েক ঘণ্টা আগে আয়োজকরা অনুষ্ঠান স্থগিত করে। পরে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় সংবাদ সম্মেলনে জানানো হয়, কনসার্টটি যমুনা ফিউচার পার্কে অনুষ্ঠিত হবে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট