পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড ‘জাল’ ১৪ বছর পর ঢাকায় গান গাইতে এসেছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) যমুনা ফিউচার পার্কে ‘লেজেন্ডস অব দ্য ডিকেড’ নামে কনসার্টের আয়োজন করা হয়। কনসার্ট শুরু হলেও কিছুক্ষণের মধ্যেই বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ায় তা মাঝপথে বন্ধ হয়ে যায়। প্রায় দেড় ঘণ্টা পর সেনাবাহিনীর হস্তক্ষেপে কনসার্টটি আবার শুরু হয় এবং সেনা পাহারাতেই তা শেষ হয়।
কনসার্টটি অনুষ্ঠিত হয় যমুনা ফিউচার পার্কের নর্থ কোর্টে। পাকিস্তানের ‘জাল’ ব্যান্ডের পাশাপাশি বাংলাদেশের ভাইকিংস, অর্থহীন, কনক্লুশনসহ আরও কয়েকটি ব্যান্ডও অংশ নেয়। বিকেল থেকেই দর্শকদের ঢল নামতে শুরু করে, বিশেষ করে ‘জাল’-এর পারফরম্যান্স নিয়ে ছিলো প্রচুর উত্তেজনা। তবে, জনাকীর্ণ পরিবেশ ও পর্যাপ্ত সুবিধার অভাবের কারণে দর্শকরা হতাশ ও ক্ষুব্ধ হন।
টিকিটের সর্বনিম্ন মূল্য ৩০৫০ টাকা ধরা হলেও, অনেকে টিকিট কেটেও পছন্দের শিল্পীদের পারফরম্যান্স দেখতে পারেননি। বসার স্থান ও এলইডি স্ক্রিনের কোনো ব্যবস্থা ছিল না, ফলে অনেক দর্শক ঠিকমতো কনসার্ট উপভোগ করতে পারেননি। গেট ভেঙে বিনা টিকিটের দর্শকদের ঢুকে পড়ার কারণে টিকিটধারী দর্শকরা স্থান হারান। এ অবস্থায় কনসার্টের কো-স্পন্সর এবং অংশীদাররাও আয়োজকদের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ করেন, যা তাদের ক্ষতির মুখে ফেলে।
প্রথমে কনসার্টটি শুক্রবার পূর্বাচলের ঢাকা এরিনায় হওয়ার কথা ছিল, কিন্তু বৃষ্টির কারণে তা স্থগিত করা হয় এবং পরে যমুনা ফিউচার পার্কে স্থানান্তর করা হয়।